সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

কীবোর্ডের উপরের ১২টি ফাংশন কী এর কাজ।

আমাদের কম্পিউটার কিবোর্ডের উপরের দিকে F1, F2, F3 এরকম F12 পর্যন্ত ১২টি ফাংশন কী দেয়া আছে। এর প্রত্যেকটির একেকটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে।  তাহলে চলুন এক এক করে দেখে নেই কাজগুলো  F1 : এই বাটন টি যেকোণ প্রোগ্রাম বা সফটওয়্যার এর জন্য সাহায্যকারী কি হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ আপনার একটিভ উইন্ডোর জন্য হেল্প পেইজ দেখতে হলে এই বাটন টি প্রেস করলেই চলবে। F2 : Rename করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার করা হয়। আপনার সিলেক্টকৃত কোণ ফাইল বা ফোল্ডার রিনেম করতে সিমপ্লি এই বাটন টি প্রেস করুন।  তাছাড়া Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন। আরেকটা ব্যবহার আমি করে থাকি আর তা হল ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা।তার জন্য জাস্ট ctrl+f2 চাপুন। F3 : শুধুমাত্র F3 চেপে আপনি যেকোন প্রোগ্রামের বা ডকুমেন্টের সার্চ অপশান আনতে পারেন। ঠিক এখুনি কি টা চাপুন তো আর দেখুন আপনার ব্রাউজারের ডান পাশে একটি সার্চ বক্স এসেছে! shift+f3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের কোণ শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের বা ছোট হাতের থেকে বড় হাতের করতে পারেন। এবং সিলেক্টকৃত ঐ শব্দটির প্র...

উইন্ডোজ ৭ এ বেশ কয়েকটি থিম থাকে যা আপনার এখনো যানা নেই দেখুন।

উইন্ডোজ ৭ এ বেশ কয়েকটি থিম থাকে। আপনি কোন ভাষাটি আপনার পিসির জন্য নির্বাচন করেছেন এর উপর ভিত্তি করে একটি থিম দেয়া হয়।কিন্তু আপনি চাইলে খুব সহজেই সবগুলো থিম ব্যবহার করতে পারেন। ১ উইন্ডোজ +R টিপে রান খুলুন। ২ globalization লিখে এন্টার দিন। ৩ এবার একটি নতুন উইন্ডো খুললে সার্চ বক্সে mct লিখে সার্চ দিন। ৪ উপরের উইন্ডোতে আপনারা MCT-AU, MCT- CA, MCT-GB, MCT-US এবং MCT-ZA ফোল্ডারগুলো উপেন করলে theme নামের একটি ফোল্ডার পাবেন।ফোল্ডারটি উপেন করে ভিতরের ফাইলটিতে ডাবল ক্লিক করুন। এবার উইন্ডোটি ক্লোজ করে আপনার পিসির ব্যাকগ্রাউন্ডে নজর দিন……। এভাবে বাকি থিমগুলোও আপনার সংগ্রহে রাখতে পারেন। আজ এই প্রযন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ

প্রেসক্রিপশনে লেখা সাংকেতিক ভাষার অর্থগুলো কি?

প্রেসক্রিপশনে লেখা সাংকেতিক ভাষার অর্থগুলো যেনে নিন!   যে কোনও অসুখ-বিসুখে ডাক্তার প্রেসক্রিপশন লেখেন । কী রোগ তা ডায়াগনোসিসের সঙ্গেই প্রেসক্রিপশনে লেখা থাকে একগাদা ওষুধের নাম। কিন্তু, শুধু কি রোগ আর ওষুধের নামই ডাক্তার প্রেসক্রিপশনে লেখেন না। ওষুধের নামের সঙ্গেই তিনি আরও বেশকিছু সাংকেতিক ভাষা লেখেন। সেগুলির অর্থ কী?  চলুন জেনে নেয়া যাক -    সাংকেতিক ভাষা এবং এর অর্থ a.c- খাওয়ার আগে b.i.d- দিনে ২ বার cap -ক্যাপসুল d- দিনে gtt- ড্রপ h.s -রাতে শোয়ার সময় I.M -মাসল বা পেশিতে I.V- ভেইন বা শিরায় nocte -রাতে O.D -ডান চোখে O.S- বাম চোখে O.U -দুই চোখে p.c -খাওয়ার পরে p.o- শুধু মুখে p.r.n -যেটুকু প্রয়োজন qh -প্রতি ঘণ্টায় q 3 h -প্রতি ৩ ঘণ্টায় qAM -প্রতি সকালে qd -প্রতিদিন q.i.d -দিনে চারবার q.o.d -একদিন অন্তর অন্তর t.i.d . দিনে তিনবার করে pil -বড়ি tab -ট্যাবলেট tsp -চা চামচ tbsp -টেবিল চামচ ut dict -চিকিত্সকের নির্দেশমতো।