সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

মিথ্যা ধরার সহজ ১০টি উপায় জেনে নিন

  মিথ্যা ধরার সহজ ১০টি উপায় আপনার সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলছে কি না কি করে বুঝবেন?  যদিও এর কোনও মেড ইজি দিতে পারেননি বৈজ্ঞানিকরা, তবু মনস্তত্ববিদরা বলেন, কিছু বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনি আন্দাজ করতে পারবেন আপনার প্রিয় বন্ধু বা গার্লফ্রেন্ড আপনাকে ঠকাচ্ছে কি না।   সরাসরি না তাকানো : একজন মিথ্যাবাদী কখনই আই কন্ট্যাক্টে কথা বলতে পারে না।  আপনার সঙ্গে কথা বলার সময়েও তার চোখ আপনার চোখের দিকে থাকবে না।   সরাসরি তাকানো : শুনতে অবাক লাগলেও একজন দর মিথ্যাবাদী এই পন্থাই নেয়। আপনাকে ঠকাতে হলে শান্তভাবে একদৃষ্টিতে আপনার চোখে চোখ রেখেই কথা বলবে দর মিথ্যাবাদীরা। ভয়ানক জালিয়াত না হলে এই অভ্যাস রপ্ত করা কঠিন।  অন্যমনস্কতা : কেউ কথা বলার সময় বারবার চুল নিয়ে খেললে, নখ ছিঁড়লে, পায়ের পজিশন বারবার পাল্টালে বুঝবেন সে আপনাকে সত্যিই বলছে না। এগুলি নার্ভাসনেসের লক্ষণ।   স্ট্যাচু : মিথ্যা বলার সময় অনেকেই একদম কাঠ হয়ে যান। শরীরের উপরের অংশের নড়াচড়া বন্ধ হয়ে যায়। কনফিডেন্ট না থাকার লক্ষণ এটি।   গলা পরিষ্কার : কথা বলার সময় অল্প কেশে গলা পরিষ্কার করা, অপ্রয়োজনে গলা খাঁকারি দেওয়া মিথ্

যে দেশে আলেমদের গায়ে হাত উঠায়...

ছবি
 হায় কপাল আমাদের! যে দেশের আলেমদের গায়ে হাত উঠায় আর আমরা চেয়ে চেয়ে দেখি! আমরা কেমন মসূলমান? কোন প্রতিবাদ নেই চেয়ে চেয়ে দেখা ছাড়া। ইস কি হবে বেচে থেকে যদি ইসলাম রক্ষা করতে না পারি? যদি শয়তানদের বিরদ্ধে যুদ্ধ করতে না পারি?  কি হিসেব দিব ওই উপরওয়ালার কাছে গিয়ে? ও মাবুদগো আমরা সতচেষ্টা করেও কিছুই করতে পারবনা যদি তুমি আমাদের সাহায্য না করো। হে আল্লাহ তুমি ওই জালিমদের হ্যাদায়াত কর নয়ত তাদের ধংষ করে দাও যেমনটি করেছিলে হস্তি বাহীনিদের সাতে। ও মাবুদগো আমরা এই জালিমদের সাথে মকাবেলা করার মত আমাদের কোন অস্ত্র নেই, কোন শক্তি নেই। একমাত্র তোমার কাছেই তারা তুচ্ছ। তোমার শক্তির কাছে তারা পরাজয়। ও আল্লাহ সারা বিশ্বের সকল মসুলিমদের তুমি রক্ষা করো। হে আল্লাহ এই জালিম সরকারের হাত থেকে আমাদের এবং আমাদের দেশকে বাঁচাও। এখনো অনেক সময় আছে আমাদের সামনে যদি আমরা সকল মসুলমান এক না হই তাহলে এই সময় কোন কাজেই লাগবেনা। একের পরএক আলেমদের হত্যা করতেই থাকবে এই দেশের সরকার। দোষটা প্রথমে আমাদের ছিল এখনো সেই দোষের মধ্যেই আছি আমরা, দোষটা হলো আমাদের দেশের আলেমদের মারে আর একদল মুনাফিক তা চেয়ে চেয়ে দেখি আর বাজে মন্তব্য করি। আহা

ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন অটোমেটিক

 যারা ফটোশপে কাজ না পারেন শুধু তাদের জন্য এই পোষ্ট নিচে আপনার পছন্দের লিং তৈরি করা আছে,আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়েই কাজ ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।  নিচের যে কোন সংখ্যাতে ক্লিক করে দেখে নিন- ১ নং Image to Remove Background ২ নং Image to Remove Background ৩ নং Image to Remove Background যে কোন সমস্যা হলে আমাকে যানাবেন।

ফেসবুক আইডি নিরাপদ রাখার সেরা ১০টি উপায় তুলে ধরলাম

ছবি
 ফেসবুক আইডি নিরাপদ রাখার সেরা ১০টি উপায় তুলে ধরলাম। আমি জানি আমার সকল পোষ্ট  সবাই পরেনা কিন্তু তারা কোন এক সময় খুজবে আমার এই পোষ্ট বা আমাকে। আমার প্রতিটা টিউন আপনাদের উপকারের জন্যই করে থাকি। আসুন আজ ফেসবুক আইডি ভালো রাখতে যা যা করবেন সে বিষয়ে আমি আলোচনা করবো। কি কি করবেন তা নিচের লেখা গুলো অনুশরন করুন।  ১ শক্তিশালি পাসওয়ার্ড✔  ২ ফেসবুকে সকল তথ্য সঠিক দিতে হবে। ✔ ৩ টু স্টেপ ভ্যারিফিকেশন রাখতে হবে।✔  ৪ এপ্স বা ওয়েবসাইট পারমিশন অন রাখতে হবে।✔  ৫ হাইড লগিন ইনফরমেশন রাখতে হবে। ✔ ৬ অচেনা লিংকে ক্লিক না করা।✔ ৭ রিমুভ প্রিভিয়াস লগিন করা। ✔ ৮। অন্যকারো ডিভাইস থেকে ফেসবুক লগইন না করা।✔ ৯। ফেসবুকে দাদাগিরি না করা।✔ ১০ প্রো ( professional) হ্যাকার ভাড়া করা। ✔  প্রো মানে প্রফেশনাল। কোন ব্যাক্তি যদি একজন প্রফেশনাল হ্যাকার ভাড়া নিয়ে তার একাউন্ট হ্যাক করতে বলে, আর হ্যাকার যদি উক্ত ব্যাক্তির আইডির সিকিউরিটি চেক করে বলে দেয় যে তার একাউন্ট কতটা সিকিউর বা নিরাপদ তাহলে উক্ত ব্যাক্তি নিশ্চিত থাকবে।  এজন্য যে তার আইডিতে কোন সমস্যা নেই।   তাই মাঝে মধ্যে আপনারাও প্রফেশনাল হ্যাকার ভাড়া করে দেখতে পারেন যে আপন

ফেসবুক দিয়ে লকেশন টেগ করুন

ছবি
নিকটবর্তী মানুষদের খুজুন এপ্সের মাধ্যমে   ফেসবুক ব্যাবহার করে  আমরা সহজেই আমাদের নিকটবর্তী স্থান কিংবা মানুষদের খুজে পাবো। এটা করতে  Nearby Friends এ ক্লিক করে এই সুবিধা নিতে পারবেন। আপনি এই  ফিচারের সাহায্যে আপনার  আশেপাশের রেস্তরা,কপি শপ কিংবা হটেল ও শপিং মল এর লকেশন জানতে পারবেন।  এক কথায় ফেসবুকে থাকা যে কাউকে টেগ করে খুজে পাবনে। এই ফেসবুক টিপস টি  আপনার প্রোয়োজন মত সব কিছুই খুজে পেতে সাহায্য করবে। ✅আশা করি আপনাদের সবারি কমবেশি উপকারে আসবেই। কারুর বুঝতে কোনরকম সমস্যা হলে কমেন্ট করে যানাতে পারেন ধন্যবাদ। আরো কিছু পোষ্ট দেখতে নিচে ফোলো করুন- কি ভাবে পূর্ন্য সাইট ব্লক করবেন দেখে নিন ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম ১০০ বৎসরের ক্যালেন্ডার যা আপনার আজীবন কাজে আসবে ফেসবুকের অটো প্লে ভিডিও বন্ধ করবেন যে ভাবে     আমাকে সরাসরি পেতে আপনার পছন্দের মেনুতে ক্লিক করুন   আমাকে পেতে Facebook       আমাকে পেতে Twitter       আ

ভুল বশত রিফ্রেশের কারনে হারিয়ে যাওয়া পোষ্ট বা ছবি পুনরায় ফিরে এনে দেখার উপায়।

 আজ আমি আপনাদের দেখাতে চলেছি খুবি গুরুত্ব পূর্ন্য কিছু টিপস।  ভুল বশত রিফ্রেশের কারনে হারিয়ে যাওয়া পোষ্ট বা ছবি পুনরায় ফিরে এনে দেখার উপায়।  সচরাচর আমাদের সবার সাথেই এমনঘটনা ঘটে থাকে। সবাই এমন ভুলবশত কন্টেন্ট দেখার সময় রিফ্রেশ করে ফেলি যার কারনে সেটি হারিয়ে যায় এবং আমরা আর সেটা দেখতে পারিনা।  আর সেই হারিয়ে যাওয়া কোন পোষ্ট বা ছবি অথবা ভিডিও আবার পুনরায় দেখতে পারবেন যে ভাবে,এবার চলে যান সার্চ বারে অথবা যেখানে আপনার ফেসবুক লিঙ্ক দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে এই www.facebook.com/seen লিখাটা বসে ইন্টার চাপন অথবা সার্চ দিন।  উধারন www.facebook.com এই লেখা সবারি আছে শুধু শেষে / seen লিখে সার্চ দিন।  এবার দেখুন কি মজা তাইনা? ভালো লাগলে কমেন্ট করে যানাতে পারেন অথবা শেয়ার করে অন্যকে যানার সুযোগ করে দিন। আরো পোষ্ট পেতে বা দেখতে নিচে ফলো করুন- আপনার ফেসবুকে উত্তরাধিকারি বানাবেন যে ভাবে কি ভাবে ফেসবুকের অটো প্লে ভিডিওবন্ধ করবেন     আমাকে সরাসরি পেতে আপনার পছন্দের মেনুতে ক্লিক করুন   আমাকে পেতে Facebook    

হে আল্লাহ এবার দয়া করে তোমার গোলামকে মুক্ত করে দাও

ছবি
  বন্দী জীবনের ১১ বছর হতে চলেছে,  এবার দয়া করে তোমার গোলামকে মুক্ত করে দাও আল্লাহ। আশায় বুক বেঁধে আছি আমরা হে বিশ্বজগতের মালিক ... !  জানি তুমি পরীক্ষা করছো। ভালবাসো বলেই তো পরীক্ষা করছো আমাদেরকে। শুধু প্রভু! আমাদের তুমি সাহায্য করো তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে। তোমার কল্যাণকর পথে অবিচল থাকতে। তোমার রহমত থেকে আমরা নিরাশ নই মালিক। মোটেও নিরাশ নই।

ফেসবুকে অটো প্লে ভিডিও বন্ধ করুন MB খরচ কম করুন।

 আমরা ফেসবুকে ঢুকতেই দেখতে পাই কিছু ভিডিও এবং তা সাথে সাথে প্লে হয়ে যায় আর এতে আমাদের ডাটা খরজ বেশি হয়। আসুন আজ আমি আপনাদের সেটাই বন্ধ করা শিখাবো। প্রথমে চলে যান Settings এ সেখানে যাবার পরে দেখতে পাবেন Videos নামে একটা অফশন আছে হতে পারে সেটা আপনার সেটিং মেনুর নিচে বা মাঝা মাঝি যায়গাতে। এবার সেই Videos অফশনে ক্লি দিয়ে দিন- এবার দেখুন নিচের লেখা গুলো দেখা যাচ্ছে ঠিক সেই লেখার ডান পাশে On/Off দেখতে পাবেন অথবা Edit দেখতে পাবেন এখন সেখানে ক্লিক দিয়ে অফ করে দিন। Always Show Captions Off If turned on, captions will always be displayed for any videos that have them. আপনার মিত্যুর পরে ফেসবুকের আইডি কে চালাতে পারবে সেই বন্ধুকে এড করে দিন।     আমাকে সরাসরি পেতে আপনার পছন্দের মেনুতে ক্লিক করুন   আমাকে পেতে Facebook       আমাকে পেতে Twitter       আমাকে পেতে YouTube      

উত্তরাধিকার দিন আপনার বিশ্বস্ত কোন এক ফেসবুক বন্ধুকে

ছবি
  আপনি যদি মারা যান তবে আপনার ফেসবুক একাউন্ট টির সাময়িক দায়িত্ব নিতে  আপনার ফেসবুক বন্ধু আপনাকে সাহায্য করতে পারবে। এই কন্টাক্ট আপনার টাইমলাইনে পিন পোষ্ট করতে পারবে এবং আপনার প্রোফাইল ফটো পরিবর্তন করতে পারবে।  তাছারা একই সাথে কমেন্ট ও রিপ্লাই দিতে পারবে। তার জন্য যা করবেন- চলে যান Settins থেকে  Generalg এ গিয়ে Memorization Setting থেকে একজন বন্ধুকে Add  করুন      আমাকে সরাসরি পেতে আপনার পছন্দের মেনুতে ক্লিক করুন   আমাকে পেতে Facebook       আমাকে পেতে Twitter       আমাকে পেতে YouTube       আমাকে পেতে Group       আমাকে পেতে Email       আমাকে পেতে Website   বিশ্বের সকল মানুষকে শুভেচ্ছা