মানব বন্ধনে, মিছিল মিটিং এদেশেরই মানুষ কে গুলি করে হত্যা করা হচ্ছে, এটা কি বিদেশের মিডিয়া দেখেনা?
হেফাজতের মাদ্রাসায় ঢুকে কেন ডাইরেক্ট গুলি ?
তাদের কি রাবার বুলেট, কাদানি গ্যাস ছিল না?
লাঠি চার্জ ছিল না?
নিরস্ত্র মানুষের বুকে গুলি করে হত্যা করা খুব সহজ! তারা কিসের প্রতিবাদ করেছিল, তারাতো খারাপ কিছু করেনি! তারা মুদির বাংলাদেশে না আসার প্রতিবাদ করেছিল।এটাতো তারা ঠিকি করেছিল কারন যে মুদি ভারতে মসজিদ ভেঙ্গে দিল মুসলিমদের কলিজায় আঘাত করলো আর সে কি ভাবে আমাদের মুসলিম কান্টিতে আসলো? যে দেশে ৯০% মুসলিম বসবাস করি।
আসুন এসব জুলুমের বিরুদ্ধে রুখে দাড়াই, ঐক্যবদ্ব হই সকলে, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে।
যুগে যুগে যাঁরা এই নবীদের জ্ঞান ধারণ করে আসছেন তাঁরাই যুগের হক্কানি উলামায়ে কেরাম। যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের হাত পর্যন্ত পৌঁছেছে তাফসির, হাদিস, ফিকহ ও অন্যান্য ইসলামী শাস্ত্রের সুবিন্যস্ত বিশাল বিশাল গ্রন্থাবলি। আল্লাহ তাআলা তাঁদের বানিয়েছেন নিজ একত্ববাদের অন্যতম সাক্ষী। তিনি ইরশাদ করেছেন, ‘আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। ফেরেশতারা এবং ন্যায়নিষ্ঠ আলেমরাও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই।’ (সুরা : আলে ইমরান : ১৮)
যে পুলিশ মায়ের বুক খালি করেছ,
যে পুলিশ ইস্ত্রীকে স্বামি হারা করেছ,
যে পুলিশ বাবা মাকে সন্তান হারা করেছে,
যে পুলিশ বাহিনী ছেলেকে বাবা হারা করেছে সেই বিচার আল্লাহ করবেন।
তাদের বিচার আল্লাহ ঠিকি করবেন হয়ত আমরা তাদের অস্ত্রের শক্তির বলে কাছে যেতে পারলাম না। কিন্তু আল্লাহর কাছে এসব শক্তি একদিন ঠিকি ধরা দিবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ