السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,
যে দেশে আলেমদের গায়ে হাত উঠায়...
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
হায় কপাল আমাদের!
যে দেশের আলেমদের গায়ে হাত উঠায় আর আমরা চেয়ে চেয়ে দেখি! আমরা কেমন মসূলমান?
কোন প্রতিবাদ নেই চেয়ে চেয়ে দেখা ছাড়া। ইস কি হবে বেচে থেকে যদি ইসলাম রক্ষা করতে না পারি?
যদি শয়তানদের বিরদ্ধে যুদ্ধ করতে না পারি?
কি হিসেব দিব ওই উপরওয়ালার কাছে গিয়ে? ও মাবুদগো আমরা সতচেষ্টা করেও কিছুই করতে পারবনা যদি তুমি আমাদের সাহায্য না করো।
হে আল্লাহ তুমি ওই জালিমদের হ্যাদায়াত কর নয়ত তাদের ধংষ করে দাও যেমনটি করেছিলে হস্তি বাহীনিদের সাতে।
ও মাবুদগো আমরা এই জালিমদের সাথে মকাবেলা করার মত আমাদের কোন অস্ত্র নেই, কোন শক্তি নেই। একমাত্র তোমার কাছেই তারা তুচ্ছ। তোমার শক্তির কাছে তারা পরাজয়।
ও আল্লাহ সারা বিশ্বের সকল মসুলিমদের তুমি রক্ষা করো।
হে আল্লাহ এই জালিম সরকারের হাত থেকে আমাদের এবং আমাদের দেশকে বাঁচাও।
এখনো অনেক সময় আছে আমাদের সামনে যদি আমরা সকল মসুলমান এক না হই তাহলে এই সময় কোন কাজেই লাগবেনা। একের পরএক আলেমদের হত্যা করতেই থাকবে এই দেশের সরকার।
দোষটা প্রথমে আমাদের ছিল এখনো সেই দোষের মধ্যেই আছি আমরা, দোষটা হলো আমাদের দেশের আলেমদের মারে আর একদল মুনাফিক তা চেয়ে চেয়ে দেখি আর বাজে মন্তব্য করি। আহারে এক সময় দেখা যাচ্ছে সেই মন্তব্য কারিকেও এই দেশের সরকার ছার দিচ্ছেনা, আর তখন সে ঠিকি বুঝতে পারে। কিন্তু এতক্ষনে সময় সেই পানি গরে বহুদুর চলে গেছে।
এমন হতে থাকলে দেখা যাবে একসময় আপনি আমিও এই জালিমদের হাত থেকে রক্ষা পাবনা।
তাই আরনা এমন হিংসা হিংসি চলুন সবাই মাঠে নামি। দেশের সকল আলেমদের রক্ষা করি এবং দেশকে বাচাই।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ