সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

কিভাবে মেসেঞ্জারে চালাবেন একাধিক আইডি

ছবি
আগে মেসেঞ্জারে আইডি চেঞ্জ করা নিয়ে অনেক ঝামেলা হতো।  ডাটা ক্লিয়ার করে নতুন আইডী বসাতে হতো কিন্তু মেসেঞ্জারের সর্বশেষ আপডেটে এসেছে নতুন ফিচার। যাতে আপনি একই মেসেঞ্জারে একাধিক আইডি লগ ইন করে রাখতে পারবেন। যখন খুশি চেক ও করতে পারবেন।  ➧চলুন দেখে নেই কিভাবে মেসেঞ্জারে একাধিক আইডি রাখা এবং ব্যবহার করা যাবে  ঃ ➦কিভাবে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করা যাবেঃ  ➤প্রথমে আপনার মেসেঞ্জারের সেটিংসে প্রবেশ করুন।  সেখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।  অ্যাকাউন্টে ঢুকে উপরের ডান দিকে “+ ” চিন্হতে ক্লিক করুন ।  তারপর আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। ব্যাস হয়ে গেলো এভাবে আপনি অনেক গুলো আইডি সাইন করে রাখতে পারেন ।  কিভাবে এক আইডি থেকে অন্য আইডিতে সাইন ইন(sign in) করবেন তার জন্য স্ক্রল করুন।  ➤কিভাবে এক আইডী থেকে অন্য আইডী সুইচ করবেন ঃ  অ্যাকাউনট লিস্টে গিয়ে যেই অ্যাকাউন্ট রিমুভ করতে চান তার ডান পাশের মেনু বাটনে ক্লিক করুন।  রিমুভ অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই মেসেঞ্জার থেকে আপনার অ্যাকাউন্ট টি রিমুভ হয়ে যাবে।

আইডি কার্ডের এই ১৩ সংখ্যার মানে যেনে রখুন।

🔻আপনারা দেখবেন আইডি কার্ড এর নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি। কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?  ১। এর প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬। ২। পরবর্ত্তি ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড। সিটি কর্পোরেশনের জন্য – ৯ ক্যান্টনমেন্ট – ৫ পৌরসভা – ২ পল্লী এলাকা – ১ পৌরসভার বাইরে শহর এলাকা – ৩ অন্যান্য – ৪ ৩। পরবর্ত্তি ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড ৪। পরবর্ত্তি ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য) ৫। শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর। বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল। ⧫ 

ফেসবুক আরো দক্ষতার সাথে ব্যবহার করতে জেনে রাখুন কতকগুলো প্রয়োজনীয় টিপস ও ট্রিকস

কীবোর্ড শর্টকাট এর ব্যবহার। বিভিন্ন পেজের ক্ষেত্রে কীবোর্ড শর্টকাট নিচের কীবোর্ড শর্টকাটগুলো ব্যবহারের মাধ্যমে ফেসবুকের বিভিন্ন পেজে সহজে এবং দ্রুত গমন করা যাবে। প্রথমে দেখে নিন বিভিন্ন ব্রাউজারের ক্ষেত্রে কীবোর্ড শর্টকাট কি হবে: ইন্টারনেট এক্সপ্লোরার, পিসি: Alt + #, তারপর Enter ফায়ারফক্স, পিসি: Shift + Alt + # ফায়ারফক্স, ম্যাক: Ctrl + Opt + # গুগোল ক্রম, পিসি: Alt + # গুগোল ক্রম, ম্যাক: Ctrl + Opt + # সাফারি, ম্যাক: Ctrl + Opt + # এরপরে, বিভিন্ন পেজে দ্রুত গমন করার জন্য # এর জায়গায় নিচের এক্সেস কিগুলো চাপতে হবে: 0 – Help 1 – Home 2 – Timeline 3 – Friends 4 – Inbox 5 – Notifications 6 – Settings 7 – Activity Log 8 – About 9 – Terms

হোয়াটসঅ্যাপের ১০ টি মজার কৌশল।

জেনে নিন যা আপনি নাও জানতে পারেন। হোয়াটসঅ্যাপ এখন অনেকেই ব্যবহার করছেন। তবে এর কিছু মজার কৌশল রয়েছে, যা এখনও সবার জানা নেই। . এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু ট্রিকস, যা ব্যবহার করে হোয়াটস অ্যাপে দারুণ বার্তা পাঠানো যায়। ➤১. লেখা বোল্ড ও ইটালিক করার জন্য মেসেঞ্জারের ভেতর ব্যবহার করতে হবে কয়েকটি চিহ্ন (* _ ~)। . এজন্য নিচের ছবিটির উদাহরণ দেখুন- . ➤২. রিপ্লাই ফিচার ব্যবহার করে দ্রুত পরিবর্তনশীল গ্রুপ চ্যাট সহজেই বুঝতে পারবেন। এজন্য নিচের ছবিটির উদাহরণ দেখুন- কোনো একটি মেসেজের উত্তর দেওয়ার জন্য সেই মেসেজের ওপরের অপশন বারে চাপ দিন। . এরপর রিপ্লাই-এ ক্লিক করুন। ➤৩. আপনার গ্রুপ চ্যাটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য কাস্টম সাউন্ড অ্যালার্ট সেট করুন। . এক্ষেত্রে কোনো জনবহুল এলাকায় শব্দ শুনেই আপনি আপনার গ্রুপ চ্যাটের অনেক বিষয় বুঝতে পারবেন। . এছাড়া বিরক্ত হয়ে গেলে মিউট করাও সহজ হবে। মিউট করার জন্য একটি গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। এরপর ট্যাপ করুন মিউট। সময় নির্ধারণ করে দিন। . কাস্টম নোটিফিকেশনস একটি গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। কাস্টম নোটিফিকেশনস ট্যাপ করুন। . পছন্দনীয় অপশন সিলেক্ট করুন। ➤৪.

সাইবার নিরাপত্তার হেল্পলাইন নম্বর সেভ করে রাখুন কাজে লাগবে।

⧪বাং লাদেশে সাইবার ক্রাইম ক্রমশ বাড়ছে। আজ আমি নিজ অভিগ্যতা থেকে এই কাজের প্রতিবাত করতে থানায় যাই। কারন আমার পাশের গ্রামের গোলাম কিবরিয়া বিএনপির সাধারন সম্পাদক এর Facebook আইডি কেউ হ্যাক করে টাকা চায়,এবং বলে টকা না দিলে আপনার আইডিতে পূন্য শেয়ার করবো, আর এর প্রতিবাত করতে, বিএনপির সাধারন সম্পাদক গোলাম কিবরিয়ার সাথে আমিও যাই থানায় জিডি করতে কিন্ত থানার ওসি আমাদের বলেন এ বিষয়ে আমরা কোন জিডি করে দেইনা,আপনি ➤বিটিআরসি অফিসে যোগা যোগ করুন,এবং পাশে থাকা অন্য পুলিশ বলেন আপনি কাস্টমার কেয়ারে সাথে যোগা-যোগ করুন। আর এতক্ষনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল কিন্তু তাতে আমার কিছুই করার নেই। কারন আমি একজন সাধারন পাবলিক। পরে আমি নিচের নিয়ম উনুসারে ....... বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি) নামে এই দলের সাথে আমি যোগা-যোগ করলে তারা আমাকে বলেন, আপনি থানায় আবার গিয়ে আমাদের সাথে কথা বলাবেন। কিন্ত এতক্ষনে থানায় গিয়ে আর ওসি সাহেবকে আমরা পাইনা। হয়ত তার প্রজন কোন কাজে বাহীরে বের হয়েছেন। 🔺 কিন্তু এতক্ষনে সময় অনেক দূর এগচ্ছে, তাই আর

আপনার UC Browser এর স্পিড দ্বি-গুন করে নিন

আমরা যেসব UCBrowser এ 3G Speed browser লিখা থাকে । . কিন্তু আমরা 2G Speed ও পাই না। . তাই আজ আপনাদের UCBrowser full Speed পাওয়ার System শেখাবো । . 1. প্রথমে আপনি আপনার Uc browser open করুন । . 2. Uc browser এর Settings এ যান । . 3. Network এ যান । Block Size 5M Select করুন । . 4. তারপর Proxy Server এ যান। . Proxy Server এ টিক চিহ্ন দিন। . 5. proxy Server এর 1st Box এ যান ।1st box এ সেখানে কিছু লেখা আছে সেই গুলো Clear/ Delete করুন । . তারপর নিচের প্রক্সি টা বসিয়ে দিন। 217.26.14.18: 3128 . 6. Proxy Server এর 2nd Box এ যান সেখানে কিছু লেখা আছে আগের মত সেই গুলো Clear/Delete করুন । . এখন Number টা এই ভাবে দিন। দিয়ে http:// 217.26.14.18: 3128 বসিয়ে দিন। . Settings Save করুন আর enjoy করুন । . {Nokia-C1-01 Nokia-E63 Nokia-E66 Nokia2730c-1 এই Mobile গুলোতে এটি পরিক্ষিত। . তবে যেকোনো মোবাইলে কাজ করবে 100%। . আর Uc Browser 8.9 অথবা তার পরের ভারসন গুলোতে ভাল কাজ করে}

আমার গ্রাম শাহানগর

ছবি
প্রত্যেক মানুষের কাছে যেমন তার মাতৃভূমি প্রিয় ঠিক তেমনি আমার কাছে আমার গ্রামের বাড়ি প্রিয়।  আমার গ্রামের নাম শাহানগর। আমি এই গ্রামে জন্মেছি। এই গ্রামে আমি বেড়ে উঠেছি।এই গ্রাম যেন আমার মা। একজন মা যেমন তার সন্তানকে পরম যত্নে আগলে রাখে ঠিক তেমনি এই গ্রামটি আমাকে পরম যত্নে আগলে রাখে।আমি শৈশব থেকে আজও পর্যন্ত এই গ্রামের প্রতি মায়া ছাড়তে পারিনি।এই গ্রাম যেন প্রকৃতির অপরূপ সৌন্দয্যের লীলাভূমি।কি ছায়ানীবীড় আমার এই গ্রাম। এর আলো বাতাস আমার মনকে সুশীতল করে দেয়। মাঠে ফসলের ক্ষেতে সবুজের সমারোহ।  কৃষক ভাইয়ের মুখে আনন্দের গান,রাখাল ভাইয়ের বাঁশির সুর,সব কিছু যেন আমাকে পরম আনন্দ দেয়। ... আবার আমাদের গ্রামের চার পাশে অনেক রকম বোন ফল পাওয়া যায়। এটাকে আমারা আমাদের আঞ্চলিক ভাষায় এলান বলি। খেতে অনেক মজা, একটু টক মিষ্টি দুটারি স্বাদ যেন তার মদ্ধে পাওয়া যায়। দেখলেই জ্বিবায় জল এসে যায়। .........  আমাদের গ্রামে একটি দাখিল মাদ্রাসা আছে,আমি এই মাদ্রাসা থেকেই পড়া লিখা করেছি। তাছারা মকতবও আছে।......  আমার গ্রামটি সম্পূর্ন্য মাটির রাস্তা।মাটির রাস্তা দিয়ে খালি পায়ে হাটতে খুব ভালো লাগে।......

ল্যাপটপের জন্য জরুরি

পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট বের করা আপনার ল্যাপটপ কম্পিউটারে প্রতিদিন কতটুকু শক্তি খরচ হচ্ছে এবং ব্যাটারির যেকোনো ত্রুটি সহজেই বের করে নেওয়া যায়। ব্যাটারির সঠিক ব্যবহারের জন্য তাই পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট জানা জরুরি। স্টার্ট মেনুতে cmd লিখে তাতে ডান বোতাম চেপে Run As Administrator নির্বাচন করে পরের ডায়ালগ বক্সে ইয়েস চেপে কমান্ড প্রম্পট খুলে নিন। এখানে powercfg-energy লিখে এন্টার বোতাম চাপুন।  কিছু সময়ের জন্য উইন্ডোজের সম্পূর্ণ সিস্টেম স্ক্যান হবে। স্ক্যান শেষ হলে রিপোর্ট তৈরি হয়ে যাবে। এখন C:Windowsystem32energy-report.html ডিরেক্টরিতে গেলে জানতে পারবেন, ল্যাপটপের ব্যাটারির অবস্থা কী তা।  যেকোনো সমস্যা চিহ্নিত করে তার সমাধানও করা যাবে। পছন্দসই পর্দার কালার নির্বাচন ল্যাপটপের পর্দার রং অনেকাংশে নির্ভর করে মনিটর, গ্রাফিকস কার্ড সেটিংস, লাইট কম-বেশি হওয়ার ওপর। অনেকেই উইন্ডোজের নির্ধারিত রঙের প্রোফাইল চালায়। কিন্তু ল্যাপটপের পর্দার জন্য পছন্দসই রং এবং ঝকঝকে ফন্ট সহজেই নির্ধারণ করে দেওয়া যায়। এ জন্য উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনুতে DCCW লিখে এন্টার চাপলে Display Color Calibration উইন্ডো চাল

হারানো ফোন খুঁজে পাওয়ার এই উপায় জেনে নিন এই প্রথম।

ছবি
ফোন হারানোর যন্ত্রণা সবাইকে কখনো না কখনো পেতে হয়েছে।  সোফার খাঁজে লুকালো, নাকি অফিসের ফাইলপত্তরের ভেতর, নাকি বাসাতেই রেখে এলেন—নানা দুশ্চিন্তা ঘিরে ধরে আপনাকে। অন্য কোনো নম্বর থেকে ফোন করে নিশ্চিত হবেন, সে উপায়ও হয়তো নেই! নিজেই যে মোবাইলকে ‘সাইলেন্ট’ মুডে রেখেছিলেন কাজের সুবিধার্থে! এমন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ গুগলই করে দিচ্ছে। শুধু এই পাঁচটি ধাপ অনুযায়ী চলতে হবে আপনাকে— প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে আপনি সুবিধাটা ব্যবহার করবেন কি না। ১. আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য যে জিমেইল আইডি ব্যবহার করেন, সেটি মনে আছে তো? তবে কোনো কম্পিউটারে বসে প্রথমে এই ঠিকানাটা লিখুন (https://www. google. com/android/find)। সেখানে আপনার জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তখন ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন দেখাবে, যেটি ‘একসেপ্ট’ করলেই আপনার প্রাথমিক ধাপ শেষ।  ২. আপনার ডিভাইসের লোকেশনইন্টারনেট সংযোগ থাকতে হবে) (অপশনটি চালু থাকলেই শুধু এ ধাপ কাজ করবে। সার্ভারে আপনার মোবাইলের ব্র্যান্ড ও মডেল নম্বরটি দেখে সেটি খুঁজে নেবে গুগল ম্যাপ। মোবাইল থেকে পাওয়া তথ্য সার্ভারের মাধ্যমে গুগল ম্যা

কম্পিউটার চালু হওয়ার সময় কমিয়ে নিন

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি।  তো চলুন আজকের বিষয়টা জানা যাক কম্পিউটারের গতি কি ভাবে বারানো যায়............ কম্পিউটার চালু হওয়ার সময় স্টার্টআপ প্রোগ্রাম এবং প্রয়োজনীয়/ অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার চালু হতে থাকে।  তাই অনেক সময় কম্পিউটার চালু হতে বেশি সময় নেয়। কম্পিউটার যাতে দ্রুত চালু করা যায়, সে জন্য উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ফাস্ট স্টার্টআপ প্রোগ্রাম যোগ করা হয়েছে। এটি সক্রিয় করলে কম্পিউটার চালু হতে সময় কম লাগবে।  যা করবেন     ফাস্ট স্টার্টআপ চালু উইন্ডোজ দশের স্টার্ট মেনু থেকে Settings-এ ক্লিক করুন। সেটিংস এলে ওপরে ডান দিকে থাকা সার্চ ঘরে Power Options লিখে এন্টার করুন।  পাওয়ার অপশন এলে ডান দিকের তালিকা থেকে Choose what the power buttons do লিংকে ক্লিক করুন। এবার Define Power Buttons and Turn n Password Protection এর নিচের Change settings that are currently unavailable-এ ক্লিক করুন। নিচের লুকানো অপশনগুলো উন্মুক্ত হবে। এবার Shutdown Settings-এর অধীনের Fast Startup for Windows 10-এর পাশে টিক চিহ্ন ঠিক রেখে বাকি Hi

ল্যাপটপের ব্যাটারির জন্য জরুরি কিছু টিপস যেনে নিন।

পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট বের করা আপনার ল্যাপটপ কম্পিউটারে প্রতিদিন কতটুকু শক্তি খরচ হচ্ছে  এবং ব্যাটারির যেকোনো ত্রুটি সহজেই বের করে নেওয়া যায়। ব্যাটারির সঠিক ব্যবহারের জন্য তাই পাওয়ার এফিসিয়েন্সি রিপোর্ট জানা জরুরি। স্টার্ট মেনুতে cmd লিখে তাতে ডান বোতাম চেপে Run As Administrator নির্বাচন করে পরের ডায়ালগ বক্সে ইয়েস চেপে কমান্ড প্রম্পট খুলে নিন। এখানে powercfg-energy লিখে এন্টার বোতাম চাপুন। কিছু সময়ের জন্য উইন্ডোজের সম্পূর্ণ সিস্টেম স্ক্যান হবে। স্ক্যান শেষ হলে রিপোর্ট তৈরি হয়ে যাবে। এখন C:Windowsystem32energy-report.html ডিরেক্টরিতে গেলে জানতে পারবেন, ল্যাপটপের ব্যাটারির অবস্থা কী তা। যেকোনো সমস্যা চিহ্নিত করে তার সমাধানও করা যাবে। পছন্দসই পর্দার কালার নির্বাচন ল্যাপটপের পর্দার রং অনেকাংশে নির্ভর করে মনিটর, গ্রাফিকস কার্ড সেটিংস, লাইট কম-বেশি হওয়ার ওপর। অনেকেই উইন্ডোজের নির্ধারিত রঙের প্রোফাইল চালায়। কিন্তু ল্যাপটপের পর্দার জন্য পছন্দসই রং এবং ঝকঝকে ফন্ট সহজেই নির্ধারণ করে দেওয়া যায়। এ জন্য উইন্ডোজ ৭-এর স্টার্ট মেনুতে DCCW লিখে এন্টার চাপলে Display Color Calibration উইন্ড

কিবোর্ডে ‘ফাংশন কি’র কাজ কী

কিবোর্ডে এফ-১ থেকে এফ-১২ পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়। এগুলোকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত থাকে বেশিরভাগ সময়। অনেকে জানেনই না এগুলো কী কাজে লাগে। তাই ব্রাইটসাইটের সৌজন্যে আজ থাকছে ফাংশন কি-এর কাজ। ফাংশন কি-১ (এফ-১) কম্পিউটারে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এফ-১। যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন কি-১ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ‘হেল্প’ বা সাহায্য অপশনটি খুলে যাবে। ফাংশন কি-২ (এফ-২) নির্বাচিত কোনো ফাইল বা ফোল্ডারকে ‘রিনেম’ করতে, অর্থাৎ পুনরায় নাম দেওয়ার ক্ষেত্রে ফাংশন কি-২ হতে পারে সহজ একটি সমাধান। ফাংশন কি-৩ (এফ-৩) সার্চ ফিচারের জন্য আর অন্য কোথাও খোঁজ করতে হবে না, কারণ চালু থাকা অ্যাপ্লিকেশনের সার্চ ফিচার আপনাকে অনায়াসেই খুঁজে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে ফাংশন কি-৩। ফাংশন কি-৪ (এফ-৪) কিবোর্ডের অল্টার কির সঙ্গে ফাংশন কি-৪ চাপলেই আপনার চালু থাকা উইন্ডোটি বন্ধ হয়ে যাবে। ফাংশন কি-৫ (এফ-৫) ডেস্কটপ বা ল্যাপটপকে রিফ্রেশ বা রিলোড করতে এখন আর মাউসের কোনো প্রয়োজন নেই। ফাংশন কি-৫ই যথেষ্ট।

চিনে তৈরি কৃত্রিম ডিম কীভাবে চিনবেন সেই ডিম ? জেনে নিন চেনার উপায়

চিনে তৈরি হওয়া কৃত্রিম ডিম ভারতের বাজার ছেয়ে ফেলেছে। এগুলি ‘কৃত্রিম’ এই কারণেই যে, এই ডিম কোনও হাঁস বা মুরগির উৎপাদন নয়, মানুষই তৈরি করে এই ডিম। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হচ্ছে এই ডিমের খোসা। সোডিয়াম অ্যালজিনেট, অ্যালাম, জিলেটিন, ক্যালসিয়াম ক্লোরাইড, এবং জল আর রং দিয়ে তৈরি হচ্ছে এই ডিমের কুসুম অংশটি। সাধারণত এই ডিম মুরগি বা হাঁসের ডিমের চেয়ে সস্তা, কিন্তু আসল ডিমের তুলনায় এতে খাদ্যগুণ প্রায় নেই বললেই চলে। আপাতদৃষ্টিতে এই সব ডিম মুরগি বা হাঁসের ডিমের মতোই দেখতে। সেক্ষেত্রে এই ধরনের ডিমকে চিহ্নিত করবেন কীভাবে? বিশেষজ্ঞরা বাতলে দিচ্ছেন কয়েকটি উপায়— ১. কৃত্রিম ডিমের খোসাটি হয় বাদামি রং- এর। ২. ডিমটি ফাটিয়ে এর ভিতরের হলুদ অংশটি বার করে কোনও পাত্রে রেখে দিলে মাছি বা পোকামাকড় সেটির প্রতি আকৃষ্ট হয় না। তাতে পচনও ধরে না। ৩. এই ধরনের ডিমের খোলাটা আসল ডিমের চেয়ে একটু বেশি চকচকে হয়। ৪. হাত দিয়ে স্পর্শ করলে কৃত্রিম ডিমের খোলাটি আসল ডিমের তুলনায় একটু বেশি খসখসে লাগে। ৫. এই ধরনের ডিম ফাটিয়ে ডিমের ভিতরের উপাদানটিকে একটি পাত্রে রাখা হলে, হলুদ অংশটি ও সাদা অংশটি মিশে যায়। আসল ডিমের ক্ষেত্রে হল

শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন।

শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন, ,, এক নজরে দে খে নেই এই ইউনিয়নে কি ছিল..  বিশালপুর অত্র ইউনিয়ন পরিষদ ১৮৭০ সালে স্থাপিত হয়।   ইউনিয়নের অবস্থানঃ শেরপুর উপজেলা শহর হতে ১৫ কি: মি: দক্ষিণ পশ্চিম দিকে বিশালপুর ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের সীমানাঃ ইউনিয়নের পশ্চিমে বগুড়া জেলার নন্দীগ্রাম থানা, দক্ষিণ পশ্চিমে নাটোর জেলার সিংড়া, দক্ষিণে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, পূর্ব দক্ষিণে শেরপুর থানার ভবানীপুর ইউনিয়ন, উত্তর পূর্বে শেরপুর থানার মির্জাপুর ইউনিয়ন এবং উত্তর পশ্চিমে শেরপুর থানার কুসুম্বি ইউনিয়ন অবস্থিত।  আয়তনঃ ইউনিয়নের আয়তন প্রায় ৫৪.৩৪ বর্গ কিলোমিটার। মৌজা ও গ্রামঃ মৌজা ৩৮টি, গ্রাম ৫৩টি । জনসংখ্যাঃ ইউনিয়নের জনসংখ্যা প্রায় ২৯,৬২১ জন।  শিক্ষা প্রতিষ্ঠানঃ উচ্চ বিদ্যালয় ৬টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯টি, দাখিল মাদ্রাসা ১টি। বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহঃ ক্রমিক নং বিদ্যালয়ের নাম অবস্থান- ১ দোয়ালসাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় দোয়ালসাড়া ২ জামাইল বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় জামাইল ৩ শিমলা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় শিমলা ৪ শ্যামনগর বে-সরকারী প্রাথমিক

ফ্রেন্ডলিস্টের বাইরে থাকা ম্যাসেজ দেখুন

যখন আপনি কোন ম্যাসেজ পাবেন এমন কারো কাছ থেকে যে আপনার ফ্রেন্ডলিস্টে নাই, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সেই ম্যাসেজগুলোকে Other ইনবক্স ট্যাবে ফিল্টার করে রাখে। এটা সাধারণত স্প্যাম হয়ে থাকে তবে, মাঝে মাঝে চেক করা উচিত, কারন অনেকসময় অনেক গুরুত্বপূর্ণ ম্যাসেজও আসতে পারে কারো মাধ্যম হতে। আমার ফেসবুকে এমন সমস্যা হয়, অনেকে আমাকে এস এম এস দিয়ে উত্তর পাননি কিন্তু আমি যে এই Problem এ আছি তা কখনো জানতাম না। পরে যখন জানতে পারলাম আমার অনেক ফেসবুকের বাহিরের বন্ধুরা কল করে অভিযোগ দিতে লাগলো পরে আমি অনেক মাথা ঘামার পর বুঝতে পারলাম।সমস্যাটা কথায় হচ্ছে.........। পরে সঠিক তথ্য বের করে আপনাদের সাথে পোচার করলাম। আশা করি আপনাদের অনেকের এই লিখা গুল উপকারে আসবে। আমার লিখা গুল যদি আপনাদের ভালোলেগে থাকে অবস্যই সাবক্রাইব করবেন...ধন্যবাদ।  আমার   Facebook আইডি.

অনেক সময় জিপিতে বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং টাকা কেটে নেয় – এটা বন্ধ করে নিন সহজ উপায় !

অনেক সময় দেখা যায় বিভিন্ন নাম্বার থেকে এস এম এস আসে এবং আমাদের মোবাইলের মূল্যবান টাকা কেটে নিয়ে যায় ।

ফেসবুকের ১০ টিপস পিচি দিয়ে চালানোর সময়।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন! আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়াই ভালো আছি। যাইহোক কথা না বারিয়ে চলুন আসল কথাই যাই।   কম্পিউটার থেকে দ্রুত ফেসবুক ব্যবহারের জন্য রয়েছে কিছু শর্টকাট কি।  এখানে ১০টি শর্টকাট দেওয়া হলো।  ১. Shift + Alt + 0 ফেসবুক হেল্প সেন্টার  ২. Shift + Alt + 1 ফেসবুকের প্রথম পাতা  ৩. Shift + Alt + 2 আপনার ফেসবুকের প্রোফাইল পাতা  ৪. Shift + Alt + 3 ফ্রেন্ড রিকোয়েস্ট ৫. Shift + Alt + 4 মেসেজেস  ৬. Shift + Alt + 5 নোটিফিকেশন  ৭. Shift + Alt + 6 অ্যাকাউন্ট সেটিং  ৮. Shift + Alt + 7 প্রাইভেসি সেটিং  ৯. Shift + Alt + 8 ফেসবুক পেজেস  ১০. Shift + Alt + M নতুন বার্তা লিখুন আমাকে ফেসবুকে পেতে এখানে Yousuf Jamil MYJ ক্লিক করুন। আজ এই প্রযন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। অন্যদিন নতুন কিছু নিয়ে আবারো আসবো আপনাদের পাশে...খোদাহাফেজ

গিনেস বুক এর উদ্ভাবক কে জেনে নিন।

   উত্তরঃ  গিনেস বুক এর উদ্ভাবক স্যার হিউস ................

বাংলাদেশ কবে বিজয় দিবসের মানব পতাকার রেকর্ড গড়ায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায়?

ছবি

ইন্টারনেট সংযোগ না থাকলেও দেখা যাবে ওয়েবসাইট

➤ইন্টারনেটে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখছেন, এমন মুহূর্তে হুট করে সংযোগ বিচ্ছিন্ন হলো! কিংবা চাইছেন পাতাটিকে ইন্টারনেট সংযোগ ছাড়াই অন্য সময় দেখবেন। যদি আপনার ইচ্ছে হয়, তবে চাইলেই আপনি যেকোনো ওয়েব পাতাকে ইন্টারনেট সংযোগ ছাড়াই (অফলাইনে) দেখতে পারেন ব্রাউজারের সেটিংসে কিছুটা পরিবর্তন এনে।   কীভাবে ?  ➤ তাহলে আপনাকে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে।  ➽গুগল ক্রোমের জন্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমে আছে সাইট ক্যাশ করে রাখার সুবিধা। তাই এক ঘণ্টা আগে যে ওয়েব পাতা ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেখেছেন, সেটি পরে ইন্টারনেট সংযোগ ছাড়াই আবার দেখতে হলে গুগল ক্রোম ব্রাউজার চালু করে নিন। এবার ক্রোমের অমনি বক্স বা অ্যাড্রেস বারে হুবুহু chrome://flags/#show-saved-copy লিখে এন্টার বোতাম চাপুন। অথবা অমনি বক্সে chrome://flags লিখে এন্টার চেপে আবার কি-বোর্ডের CTRL ও F বোতাম একসঙ্গে চাপুন। সার্চের ঘরে Enable Show Saved Copy Button লিখুন। এবার Enable Show Saved Copy Button নামের হলুদ রং নির্দেশিত একটি ক্রোম ফ্লাগস দেখতে পাবেন। এখানে কোনো দ্বিধা ছাড়াই এর ঠিক নিচের ড্রপডাউন মেনুতে ক্লিক করে Enable: Primar

মাউস দিয়েই একাধিক ফাইল নির্বাচন করুন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন ফাইল থেকে একাধিক নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে চাইলে কি-বোর্ডের CTRL কি চেপে ধরে এবং পরে পছন্দের ফাইলের ওপর ক্লিক করতে হয়। কিন্তু উইন্ডোজ ৭ এবং তারপরের বাকি সব অপারেটিং সিস্টেম থেকে CTRL কি ছাড়াই মাউস দিয়েই একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন।   যা করবেন:  কাজটি সহজে করতে চাইলে Computer এ গিয়ে Organize থেকে Folder Option-এ ক্লিক করুন। অর্গানাইজার খুলে গেলে View ট্যাব থেকে Use check boxes to select items-এ টিক চিহ্ন দিন। তাহলে প্রতিটি ফাইলের পাশে আলাদা চেক বক্স দেখা যাবে। এবার যে যে ফাইল দরকার তার বাম পাশে টিক চিহ্ন দিলেই ওই ফাইল নির্বাচন সম্পন্ন হবে এবং প্রয়োজনে সেটিকে কপি বা সরানোও যাবে। ...........................ধন্যবাদ.....................

ফেসবুক মেসেঞ্জারে কেমন করে ব্লক করবেন।

ফেসবুক মেসেঞ্জারে ক্রমাগত টুংটাং করে যেতে থাকে কেউ?  ক্রমাগত গুড মর্নিং, হ্যালো, হাই-এর বন্যা বাহাতে থাকেন কেউ? কিংবা আচমকাই কল!  চিন্তা নেই, ধরে ব্লক করে দিন।  আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কাউকে ব্লক করলে, আপনার প্রফোইল তাঁর কাছে ইনভিজিবল হয়ে যাবে। এছাড়াও আপনি যখন অনলাইনেও থাকবেন, তখনও সেই ব্লক ব্যক্তিটি আপনাকে দেখতে পাবে না। না পারবে কল করতে, না মেসেজ। কী করে করবেন ব্লক? জেনে নিন ওয়েবসাইটে ব্লক করার উপায় প্রথম ধাপ- যাকে ব্লক করতে চাইছেন, তার সঙ্গে আপনার চ্যাট বক্স খুলুন দ্বিতীয় ধাপ- সেটিংসে ক্লিক করুন, কিংবা ক্লিক করুন গিয়ার আইকনে। সিলেক্ট ব্লক মেসেজেস তৃতীয় ধাপ- এরপর আবার যখন বলা হবে, ফের ব্লক মেসেজ অপশনে ক্লিক করুন চতুর্থ ধাপ- পরে যদি কখনও মনে হয় আনব্লক করবেন, গিয়ার আইকনে ক্লিক করুন, আনব্লক করুন মেসেঞ্জার অ্যাপে ব্লক করার উপায় প্রথম ধাপ- যাকে আপনি ব্লক করতে চাইছেন তার চ্যাট ওপেন করুন দ্বিতীয় ধাপ- ওপরে একদম ডান দিকে তিনটে লম্বালম্বি ডট ওয়ালা i আইকনে ক্লিক করে চ্যাট সেটিংস বাটনে ট্যাপ করুন। তৃতীয় ধাপ- স্ক্রল করতে থাকুন, ব্লক লেখা অপশন পাবেন সেখানে চতুর্থ ধাপ- ব্লকে একবার ট্যাপ

আপনার এন্টি ভাইরাস কি সত্যি কাজ করে?নাকি সব ছলনা? ৩০ সেকেন্টেই যাচাই করে নিন।

ছবি
আপনার এন্টি ভাইরাস কি সত্যি কাজ করে? নাকি সবই ছলনা? সবকি মায়া জাল? যাকে আপনার প্রান প্রিয় এন্টি ভাইরাস ভাবছেন সে কাল সাপ নাতো? ছলনাময়ী এই এন্টি ভাইরাস মিথ্যা প্রত্যাশা দিয়ে আপনাকে প্রতারনা করছে নাতো? আজকে ৩০ সেকেন্টে প্রমান হয়ে যাবে সব। ভাইরাস নিয়ে সবাই খুব ঝামেলায় আছেন তাই না?কিন্তু কত এন্টি ভাইরাস ব্যবহার করলেন কাজ হয় না।আসলে অনেক এন্টি ভাইরাসই ঠিক মত কাজ করে না। আজকে দেখাবো কিভাবে যাচাই করে নিতে পারেন আপনার জানের জান, পরানের প্রিয় এন্টি ভাইরাসটিকে। নিচের কোডটি একটা নোটপেডে সেভ করে যেকনো নাম দিন। যদি এই ফাইলটা আপনার এন্টি ভাইরাস ধরতে পারে ভাইরাস হিসাবে এবং এই ফাইলটা যদি রিনেম অথবা ডিলিট করতে পারে থাহলে বুঝে নিবেন আপনার এন্টি ভাইরাসটি সত্যি কাজের। X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*  নোট:- এটা আসলে কনো ভাইরাস না, জাস্ট একটা ভাইরাসের লজিক, এটা আপনার পিসির কনো খতি করবে না ১০০% গেরান্টি, আপনে চাইলেই নরমাল ফাইলের মত ডিলিট করে দিতে পারেন।১০০% নিস্চিন্ত থাকুন এটা কনো ভাইরাস না। আমার এন্টি ভাইরাস এটাকে ধরতে পারছে ছবি দিলাম নিচে।  এবার

SAMSUNG মোবাইল Password হারিয়ে গেলে কিভাবে তা নতুন করে set করে নিবেন দেখুন…

এন্ড্রয়েড ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড দিবেন যে ভাবে।  আজকাল আমরা অনেকেই স্যামসাং মোবাইল ব্যবহার করি। আপনারা এই গুরুত্বপূর্ণ কোড গুলো সংগ্রহ করে রাখুন। আশাকরি বিপদে কাজে লাগবে… SAMSUNG মোবাইল Password হারিয়ে গেলে কিভাবে তা নতুন করে set করে নিবেন দেখুন…… এর জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে তাহল আপনার মোবাইল type করুন ... ⇛*2767*3855# ⇛*7465625*638*0000000# ⇛*7465625*638*00000000# এর যে কোন একটি কোড, যা আপনার মোবাইল support করে। . এই কোড যে কোন SAMSUNG মোবাইল এর জন্য আমরা অনেকেই স্যামসাং মোবাইল ব্যবহার করি। আপনারা এই গুরুত্বপূর্ণ কোড গুলো সংগ্রহ করে রাখুন। বিপদে কাজে লাগবে…।

স্যামসাং আসল মোবাইল চেনার উপায়

স্যামসাং চেনার উপায়,,,,    ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে।  নকল সেটে এটি কখনোই আসবে না।  . ☞ আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর,  *#০*# চাপলে জেনারেল টেস্ট মোড  এবং *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে।  নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।  . . #টিপস ৩ . ১. অরজিনাল নাকি ক্লোন যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*#  ২. তারপর কিছু বাটন দেখতে পাবেন, সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন।  ৩. এবার উপরে ডান পাশে ইমেজ টেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন।  ৪. টাচ করার পর যদি কুকুর ছানার ছবি আসে (কমেন্টে দেওয়া ছবির মতো) তাহলে এটা জেনুইন। . ৫. আর যদি ফুল, প্রকৃতি কিংবা জেব্রা আসে তাহলে বুঝতে হবে এটা ক্লোন ডিভাইস তাহলে আর দেরী কেন এখনই চেক করুন আপনার হাতে থাকা স্মার্টফোনটি। ধন্যবাদ

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে খুলবেন।

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে যেভাবে খুলবেন স্মার্ট ফোন এখন প্রায় সবাই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন। এতে ফোনের সমস্ত তথ্য সুরক্ষিত থাকে। কিন্তু একবার যদি ভুল করেও পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে মারাত্মক সমস্যা। তবে পাসওয়ার্ড ভুলে গেলেও ফোন আনলক করা যায়।  আসুন জেনে নেই সেই পদ্ধতি- প্রথমে ফোনের স্মার্টফোনটি সুইচ অফ করুন। এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন একসঙ্গে প্রেস করুন। এবার wipe data/factory reset বাটন প্রেস করুন। এবং yes প্রেস করুন। তবে মনে রাখবেন, এই অপশন সিলেক্ট করা মাত্র আপনার ফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। এবার আপনি নিজের ইচ্ছেমতো ফোন আনলক করতে পারবেন।

HSC Result জেনে নিন সহজেই।

ছবি
আপনার-HSC/আলিম/ RESULT দেখুন  আপনার RESULT দেখতে  HSC Result  ক্লিক করুন । এবার একটু নিচের দিকে গেলেই ছবির মত দেখতে পাবেন।  ➤এছাড়া মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এজন্য মেসেজ অপশনে HSC বা Alim লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে প্রার্থীর রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।