জেনে নিন যা আপনি নাও জানতে পারেন।
হোয়াটসঅ্যাপ এখন অনেকেই ব্যবহার করছেন। তবে এর কিছু মজার কৌশল রয়েছে, যা এখনও সবার জানা নেই। . এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু ট্রিকস, যা ব্যবহার করে হোয়াটস অ্যাপে দারুণ বার্তা পাঠানো যায়।
➤১. লেখা বোল্ড ও ইটালিক করার জন্য মেসেঞ্জারের ভেতর ব্যবহার করতে হবে কয়েকটি চিহ্ন (* _ ~)। . এজন্য নিচের ছবিটির উদাহরণ দেখুন- .
➤২. রিপ্লাই ফিচার ব্যবহার করে দ্রুত পরিবর্তনশীল গ্রুপ চ্যাট সহজেই বুঝতে পারবেন। এজন্য নিচের ছবিটির উদাহরণ দেখুন- কোনো একটি মেসেজের উত্তর দেওয়ার জন্য সেই মেসেজের ওপরের অপশন বারে চাপ দিন। . এরপর রিপ্লাই-এ ক্লিক করুন।
➤৩. আপনার গ্রুপ চ্যাটের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য কাস্টম সাউন্ড অ্যালার্ট সেট করুন। . এক্ষেত্রে কোনো জনবহুল এলাকায় শব্দ শুনেই আপনি আপনার গ্রুপ চ্যাটের অনেক বিষয় বুঝতে পারবেন। . এছাড়া বিরক্ত হয়ে গেলে মিউট করাও সহজ হবে। মিউট করার জন্য একটি গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। এরপর ট্যাপ করুন মিউট। সময় নির্ধারণ করে দিন। . কাস্টম নোটিফিকেশনস একটি গ্রুপের নামের ওপর ট্যাপ করুন। কাস্টম নোটিফিকেশনস ট্যাপ করুন। . পছন্দনীয় অপশন সিলেক্ট করুন।
➤৪. ভিড়ের মাঝে আপনার বন্ধুকে খুঁজে বের করতে নিজের লোকেশন শেয়ার করুন। . যে কোনো বিষয় শেয়ার করার জন্য বাম পাশের ছোট অ্যারো চিহ্নটির ওপর ট্যাপ করুন। এরপর সিলেক্ট করে নিন প্রয়োজনীয় বিষয়।
➤৫. কাজের সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শেয়ারিং ডকুমেন্টস খুবই কার্যকর। . এটি গুগল ড্রাইভ ও আইক্লাউড সাপোর্ট করে। এছাড়া ড্রপবক্স ও ওয়ানড্রাইভও ব্যবহার করতে পারবেন।
➤৬. গ্রুপ চ্যাট করার সময় কে আপনার মেসেজ পড়ছে তা জানতে চাইলে চ্যাটের ডান পাশে সোয়াইপ করুন। . সেখানে দুটি চেকমার্ক থাকার অর্থ মেসেজ ডেলিভারি দেওয়া হয়েছে। দুটি নীল চেকমার্ক থাকার অর্থ তা পড়া হয়েছে।
➤৭. গ্রুপ মেসেজের ক্ষেত্রে সবার জন্যই মেসেজ উন্মুক্ত থাকে। কিন্তু আপনি যদি কোনো মেসেজ কারো কাছ থেকে আলাদা করতে চান তাহলে কী করবেন জেনে নিন। . এজন্য Settings > Account > Privacy -এ যান। এরপর Read Receipts বন্ধ করে দিন। . এছাড়া লাস্ট সিন-এর সময় যদি প্রকাশ করতে না চান তাহলে Settings > Account > Privacy > Last Seen-এ যান। . এরপর “Nobody” সিলেক্ট করুন।
➤ ৮. হোয়াটসঅ্যাপে শেয়ার করা ছবি আপনার ফোনের ক্যামেরা রোল এ ডাউনলোড হওয়া বন্ধ করতে চাইলে নিচের সেটিংসটি খেয়াল করুন। . আপনার ফোনের প্রধান সেটিংস-এ যান। এরপর Privacy > Photos-এ যান। এখান থেকে হোয়াটসঅ্যাপ আনসিলেক্ট করুন।
➤ ৯. হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যবহারকারীর কাছে একই মেসেজ পাঠাতে চান। কিন্তু তারা যেন বিষয়টি বুঝতে না পারে যে এটি কপি করা। সেজন্য মেইন চ্যাট উইন্ডো থেকে ওপরের বাম পাশের “Broadcast Lists”-এ যান। . এরপর আপনি যখনই কোনো recipients সিলেক্ট করবেন তখনই তাদের একই মেসেজ পাঠাতে পারবেন। তবে ব্যবহারকারীরা বুঝতে পারবেন না যে আপনি এক মেসেজ তাদের পাঠিয়েছেন।
➤১০. কার সঙ্গে আপনি সবচেয়ে বেশি চ্যাট করেন তা জানতে চান? . এক্ষেত্রে আপনার মেসেজের সংখ্যাটা দেখলেই তা বুঝতে পারবেন। . আর এজন্য Settings > Account > Storage Usage- এ যেতে হবে
এসব মেসেঞ্জারে হয় না?
উত্তরমুছুন