প্রত্যেক মানুষের কাছে যেমন তার মাতৃভূমি প্রিয় ঠিক তেমনি আমার কাছে আমার গ্রামের বাড়ি প্রিয়।
আমার গ্রামের নাম শাহানগর। আমি এই গ্রামে জন্মেছি। এই গ্রামে আমি বেড়ে উঠেছি।এই গ্রাম যেন আমার মা। একজন মা যেমন তার সন্তানকে পরম যত্নে আগলে রাখে ঠিক তেমনি এই গ্রামটি আমাকে পরম যত্নে আগলে রাখে।আমি শৈশব থেকে আজও পর্যন্ত এই গ্রামের প্রতি মায়া ছাড়তে পারিনি।এই গ্রাম যেন প্রকৃতির অপরূপ সৌন্দয্যের লীলাভূমি।কি ছায়ানীবীড় আমার এই গ্রাম। এর আলো বাতাস আমার মনকে সুশীতল করে দেয়।
মাঠে ফসলের ক্ষেতে সবুজের সমারোহ।
কৃষক ভাইয়ের মুখে আনন্দের গান,রাখাল ভাইয়ের বাঁশির সুর,সব কিছু যেন আমাকে পরম আনন্দ দেয়। ...
আবার আমাদের গ্রামের চার পাশে অনেক রকম বোন ফল পাওয়া যায়। এটাকে আমারা আমাদের আঞ্চলিক ভাষায় এলান বলি। খেতে অনেক মজা, একটু টক মিষ্টি দুটারি স্বাদ যেন তার মদ্ধে পাওয়া যায়। দেখলেই জ্বিবায় জল এসে যায়। .........
আমাদের গ্রামে একটি দাখিল মাদ্রাসা আছে,আমি এই মাদ্রাসা থেকেই পড়া লিখা করেছি। তাছারা মকতবও আছে।......
আমার গ্রামটি সম্পূর্ন্য মাটির রাস্তা।মাটির রাস্তা দিয়ে খালি পায়ে হাটতে খুব ভালো লাগে।......
এক কথায় আমার এই গ্রামের সবকিছু সুন্দর।
আমার গ্রামে একটি ছোট মাঠও আছে যেখানে গ্রামের সবাই ছোট বড় মিলে মিসে বিকেলে খেলতে মাঠে আসেন.........
আমাদের গ্রামের এক পাশ দিয়ে লম্বা একটা বড় খাল আছে
এখানে বর্ষা কালে অনেক মাছ থাকেএক কথায় আমার এই গ্রামের সবকিছু সুন্দর। ..
২০১৭ সালে শুরেতে সরকারি ভাবে এখানে খাল খননের কাজ চলছে।
যা গ্রামের সকলেই আমরা দারিয়ে দারিয়ে দেখতেছি, অনেক ভালো লাগছে দেখতে।
দ্বিতীয় ছবিটা
দেখছেন, এটা খাল খননের ৬ মাস পরে তোলা
এই আমার গ্রামের অল্প কিছু চিত্র তুলে ধরলাম যা এতক্ষনে পড়ে আসলেন বা খন্ড খন্ড কিছু চিত্র দেখলেন।
আমার লিখার মদ্ধে কোন রকম ভুল হলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।
⇚আল্লাহ হাফেজ⇛
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ