ফটোশপের মাধ্যমে ছবি বানাবেন অথচ ছবির মাপ/সাইজ জানেন না এদিকে আসুন
আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর টিউন করতে এলাম এই বিষয়ে।
আজ আমি একটি ছোট/মিনি টিউন নিয়ে আসলাম। আজ আপনাদেরকে ছবির বিভিন্ন মাপ গুলো সম্পর্কে জানাতে চেষ্টা করব।
অনেকে ফটোশপে ছবির কাজ করতে গিয়ে ছবির মাপ/সাইজ নিয়ে চিন্তায় পড়ে যায়/জানে না। অনেকে হয়ত এ তথ্যগুলো জানেন, আবার অনেকে হয়ত এ তথ্যগুলো জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।
এই টিউনটি একদম নতুনদের জন্য+যারা ফটোশপে নতুন তাদের জন্য। ফটোশপে কাজ করতে গেলে এই মাপ গুলো অনেক সময় কাজে লাগে। আর এই মাপ গুলো খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে চলুন কথা না বাড়িয়ে মাপ গুলো দেখি।
Stamp size photo
Stamp সাইজের ছবির মাপ Photo Size = (.8″×1″) Resolution-300)
অথবা চওড়া 0.9 In উচ্চতা 1 In এবং রেজুলেশন 300
স্টাম্প সাইজ ছবি
Passport সাইজের ছবির মাপ Photo Size = (1.52″×1.9″) Resolution-300)
3R সাইজের ছবির মাপ Photo Size = (3.5″×5″) Resolution-300)
4R সাইজের ছবির মাপ Photo Size = (4″×6″) Resolution-300)
5R সাইজের ছবির মাপ Photo Size = (5″×7″) Resolution-300)
6R সাইজের ছবির মাপ Photo Size = (6″×8″) Resolution-300)
8R সাইজের ছবির মাপ Photo Size = (8″×10″) Resolution-300)
8L সাইজের ছবির মাপ Photo Size = (8″×12″) Resolution-300)
10R সাইজের ছবির মাপ Photo Size = (10″×12″) Resolution-300)
10L সাইজের ছবির মাপ Photo Size = (10″×15″) Resolution-300)
12R সাইজের ছবির মাপ Photo Size = (12″×16″) Resolution-300)
12L সাইজের ছবির মাপ Photo Size = (12″×18″) Resolution-300)
16R সাইজের ছবির মাপ Photo Size = (16″×20″) Resolution-300)
20R সাইজের ছবির মাপ Photo Size = (20″×24″) Resolution-300)
20L সাইজের ছবির মাপ Photo Size = (20″×30″) Resolution-300)
উক্ত মাপের ″ = ইঞ্চি, × = বাই
প্রথমে (Width) প্রস্থ তারপর (Height) দৈর্ঘ্যর মাপ দেওয়া আছে।
যেমন: Passport সাইজের ছবির মাপ
Photo Size = (Width 1.52″ × Height 2″ x Resolution-300
উক্ত মাপের ″ = ইঞ্চি, × = বাই।
প্রথমে প্রস্থ তারপর দৈর্ঘ্যর মাপ দেওয়া আছে। যেমন:
(1.52″×1.9″) এখানে
1.52″ হচ্ছে ছবির দৈর্ঘ্যের মাপ আর
1.9″ হচ্ছে প্রস্থের মাপ, প্রত্যকটি মাপের ক্ষেত্রেও একই কাহিনী।
এই মাপ গুলোর মধ্যে বেশি দরকার হয়
Stamp, Passport, 3R, 4R, 5R, 8R, 10R, 12R সাইজের ছবি।
========================================
২৪ ঘন্টায় এই প্রথম আমরা দিতেছি আপনার মৌজার নকশা বা ম্যাপ ডেলিভারি। লাগলে কল করতে পারেন এই নাম্বারে 01737895424#ঠিকানাঃ ঢাকা তেজগাঁও ভূমি অফিস।
#বাংলাদেশের_সকল_জেলার_ম্যাপ_দেই কুরিয়ার সার্ভিসে।
মোঃমাহমুদুল হক,তারিখ-১৪/০৪/২০২০ ৩০০*৩০০ছবি এবং৩০০*৮০ স্বাক্ষরের জন্য কত ইঞ্চি মাপ নিতেহবে
উত্তরমুছুনসরাসরি আপ্ন ৩০০ বাই ৮০ সিলেক্ট করবেন তাহলে হয়ে যাবে-ধন্যবাদ।
মুছুনকিবাভে সাইজ দিব
মুছুন৫×৫ সে. মি বলতে কি ৫ ফুট সাইজের ছবি
উত্তরমুছুনJi
মুছুন20R, 20L ছবি কি চট্টগ্রামে প্রিন্ট করা যাবে?
উত্তরমুছুনজি যাবে
মুছুনজোরা ছবির ক্ষেত্রে মাপ কত হবে যেগুলো বিভিন্ন এনজিওতে একাউন্ট করতে লাগে।
উত্তরমুছুনকোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব
উত্তরমুছুনকোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব
উত্তরমুছুনকোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব
উত্তরমুছুনকোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব
উত্তরমুছুনভাই কোনটার মাপ কত বুঝবো কি ভাবে
উত্তরমুছুন