সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

ছবির বিভিন্ন মাপ সাইজ গুলো যেনে নিন

photo saiz



ফটোশপের মাধ্যমে ছবি বানাবেন অথচ ছবির মাপ/সাইজ জানেন না এদিকে আসুন আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর টিউন করতে এলাম এই বিষয়ে।

আজ আমি একটি ছোট/মিনি টিউন নিয়ে আসলাম। আজ আপনাদেরকে ছবির বিভিন্ন মাপ গুলো সম্পর্কে জানাতে চেষ্টা করব।
অনেকে ফটোশপে ছবির কাজ করতে গিয়ে ছবির মাপ/সাইজ নিয়ে চিন্তায় পড়ে যায়/জানে না। অনেকে হয়ত এ তথ্যগুলো জানেন, আবার অনেকে হয়ত এ তথ্যগুলো জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।

এই টিউনটি একদম নতুনদের জন্য+যারা ফটোশপে নতুন তাদের জন্য। ফটোশপে কাজ করতে গেলে এই মাপ গুলো অনেক সময় কাজে লাগে। আর এই মাপ গুলো খুবই গুরুত্বপূর্ণ।
 তাহলে চলুন কথা না বাড়িয়ে মাপ গুলো দেখি।
Stamp size photo
Stamp সাইজের ছবির মাপ Photo Size = (.8″×1″) Resolution-300) 
অথবা চওড়া 0.9 In উচ্চতা 1 In এবং রেজুলেশন 300 

স্টাম্প সাইজ ছবি
Passport সাইজের ছবির মাপ Photo Size = (1.52″×1.9″) Resolution-300)
3R সাইজের ছবির মাপ Photo Size = (3.5″×5″) Resolution-300)
4R সাইজের ছবির মাপ Photo Size = (4″×6″) Resolution-300)
5R সাইজের ছবির মাপ Photo Size = (5″×7″) Resolution-300)
6R সাইজের ছবির মাপ Photo Size = (6″×8″) Resolution-300)
8R সাইজের ছবির মাপ Photo Size = (8″×10″) Resolution-300)
8L সাইজের ছবির মাপ Photo Size = (8″×12″) Resolution-300)
10R সাইজের ছবির মাপ Photo Size = (10″×12″) Resolution-300)
10L সাইজের ছবির মাপ Photo Size = (10″×15″) Resolution-300)
12R সাইজের ছবির মাপ Photo Size = (12″×16″) Resolution-300)
12L সাইজের ছবির মাপ Photo Size = (12″×18″) Resolution-300)
16R সাইজের ছবির মাপ Photo Size = (16″×20″) Resolution-300)
20R সাইজের ছবির মাপ Photo Size = (20″×24″) Resolution-300)
20L সাইজের ছবির মাপ Photo Size = (20″×30″) Resolution-300)

উক্ত মাপের ″ = ইঞ্চি, × = বাই 
প্রথমে (Width) প্রস্থ তারপর (Height) দৈর্ঘ্যর মাপ দেওয়া আছে। 
যেমন: Passport সাইজের ছবির মাপ 
Photo Size = (Width 1.52″ × Height 2″ x Resolution-300

উক্ত মাপের ″ = ইঞ্চি, × = বাই। 
প্রথমে প্রস্থ তারপর দৈর্ঘ্যর মাপ দেওয়া আছে। যেমন: (1.52″×1.9″) এখানে 1.52″ হচ্ছে ছবির দৈর্ঘ্যের মাপ আর 1.9″ হচ্ছে প্রস্থের মাপ, প্রত্যকটি মাপের ক্ষেত্রেও একই কাহিনী।
এই মাপ গুলোর মধ্যে বেশি দরকার হয় Stamp, Passport, 3R, 4R, 5R, 8R, 10R, 12R সাইজের ছবি।

========================================
  ২৪ ঘন্টায় এই প্রথম আমরা দিতেছি আপনার মৌজার নকশা বা ম্যাপ ডেলিভারি। লাগলে কল করতে পারেন এই নাম্বারে 01737895424
অথবা গ্রুপে গিয়ে দেখুন ক্লিক করে।
#ঠিকানাঃ ঢাকা তেজগাঁও ভূমি অফিস।
 #বাংলাদেশের_সকল_জেলার_ম্যাপ_দেই কুরিয়ার সার্ভিসে।
আরো জানতে বা দেখতে এখানে ক্লিক করুন


০১৭৩৭৮৯৫৪২৪

Share this Post

মন্তব্যসমূহ

  1. মোঃমাহমুদুল হক,তারিখ-১৪/০৪/২০২০ ৩০০*৩০০ছবি এবং৩০০*৮০ স্বাক্ষরের জন্য কত ইঞ্চি মাপ নিতেহবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সরাসরি আপ্ন ৩০০ বাই ৮০ সিলেক্ট করবেন তাহলে হয়ে যাবে-ধন্যবাদ।

      মুছুন
  2. ৫×৫ সে. মি বলতে কি ৫ ফুট সাইজের ছবি

    উত্তরমুছুন
  3. 20R, 20L ছবি কি চট্টগ্রামে প্রিন্ট করা যাবে?

    উত্তরমুছুন
  4. জোরা ছবির ক্ষেত্রে মাপ কত হবে যেগুলো বিভিন্ন এনজিওতে একাউন্ট করতে লাগে।

    উত্তরমুছুন
  5. কোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব

    উত্তরমুছুন
  6. কোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব

    উত্তরমুছুন
  7. কোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব

    উত্তরমুছুন
  8. কোন ছবির মাপ mm দেয়া থাকলে ইঞ্চি তে কিভাবে মাপ দিব

    উত্তরমুছুন
  9. ভাই কোনটার মাপ কত বুঝবো কি ভাবে

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ

সবচেয়ে বেশি দর্শক দেখা পোষ্ট

চিরতরে বন্ধ করুন সকল সিমের টাকা কাটার সার্ভিস।

জেনে রাখুন সকল সিমের Call Forwarding Service এর নিয়ম

ছেলেদের আধুনিক ইসলামিক ১৬০ টি নামের তালিকা

২৫ টাকায় ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট পর্যন্ত যতখুশি ততবার।

বমির ঔষুধ যেনে নিন

This Profile is Locked যেভাবে করবেন।

চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম কি?

ফেসবুক থেকে Delete হওয়া ম্যাসেজ ও ছবি ফিরিয়ে আনার নিয়ম