ফেসবুক এমন একটি নতুন ফিচার নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি যরি ভুলক্রমে কাউকে কোন মেসেজ সেন্ড করে থাকেন তাহলে সেটা ডিলিট করে দিতে পারবেন।
এই ফিচারটির ফলে আমি মনে করি প্রত্যেক ফেসবুক ইউজার উপকৃত হবেন।
কারন অনেক সময় আমরা এমন অনেক মেসেজ অনেককে সেন্ড করে থাকি আর অনেক সময় যাকে পাঠাবো তার কাছে না পাঠিয়ে অন্য কারো কাছে পাঠিয়ে ফেলি।
আমার ক্ষেত্রে একদিন এই সমস্যাটি হয়েছিলো, আমি আমার এক বন্ধুকে মেসেজ পাঠাতে গিয়ে সেই মেসেজ আমার আন্টির কাছে পাঠিয়ে দিছিলাম। যার ফল আমাকে ভুগিয়েছে অনেক। তো এখন কথা বলি কিছু রুলস সম্পর্কে।
এই ফিচারটি উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের আপডেট ভার্সন থাকতে হবে। আপডেট করা হলে আপনি এখন থেকে যাকে মেসেজ পাঠাবেন সেই মেসেজ চাইলে ডিলিট করতে পারবেন। আগেও ডিলিট করার অপশন ছিলো কিন্তু সেটা করার মাধ্যমে শুধু আপনার ডিসপ্লে থেকে ডিলিট হতো। নতুন ফিচার অনুযায়ী আপনি যাকে মেসেজ পাঠাবেন সেও এই মেসেজ দেখতে পারবে না। আর মেসেজ পাঠানোর ১০ মিনিটের মধ্যে মেসেজ ডিলিট করতে হবে। এর চেয়ে বেশি দেড়ি হলে ডিলিট হবে না।
তো এখন কথা বলি কিভাবে ডিলিট করবেন?
এর জন্য আপনি যে মেসেজ ডিলিট করবেন সেই মেসেজের উপর ক্লিক করে ধরে রখুন তার পর Remove এ ক্লিক করুণ, তার পর দেখবেন Remove for everyone এবং Remove for you লিখা দুটি অপশন পাবেন। এখান থেকে আপনি যদি Remove for you এ ক্লিক করেন তাহলে শুধু আপনার ডিসপ্লে থেকে রিমুভ হবে।
যাকে মেসেজ পাঠিয়েছেন সে মেসেজটি দেখতে পাবে। আর যদি Remove for everyone এ ক্লিক করে আবার Remove এ ক্লিক করেন তাহলে কেউ দেখতে পারবে না।
Messenger message undo তো আশাকরি সবাই বুঝেছেন কিভাবে কি করতে হয়। তার পরও যদি কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুণ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ