সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

ফেসবুকের যে সেটিংস এখনই বদলে ফেলবেন

ফেসবুকের সেটিংস দ্রুত পরিবর্তন করুন।
অনেকেই ফেসবুক থেকে হুটহাট করে লগআউট হয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, বড়সড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে ফেসবুক। বিশ্বজুড়েই তাদের পাসওয়ার্ড সংরক্ষণের বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ফেসবুক নিয়ে কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। একদিকে যেমন বন্ধু ও আত্মীয় স্বজনের সঙ্গ যোগাযোগে ফেসবুক লাগছে তেমনি অন্যদিকে ফেসবুক ঘিরে প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠছে। ব্যবহারকারীর তথ্য নিরাপদ কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ফেসবুক ঘিরে সম্প্রতি যে উদ্বেগ তৈরি হয়েছে সেটি ব্যবহারকারীকে অনুসরণ করার বিষয়টি। অর্থাৎ, ফেসবুক ব্যবহারকারী অনলাইনের যে সাইটেই যাননা কেন তাঁকে অনুসরণ করা হয়ে থাকে। ফেসবুকের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে বিজ্ঞাপনদাতারা। আপনি যদি সকালে অনলাইনে কোথাও একজোড়া জুতা কেনেন পরে ফেসবুকে জুতার বিভিন্ন বিজ্ঞাপন দেখতে শুরু করবেন। ফেসবুকে আপনাকে ঘিরে এ নজরদারির বিষয়টি চাইলে আপনি শক্তহাতে নিয়ন্ত্রণ করতে পারেন। ফেসবুক সেটিংস থেকে এটা করা যাবে।


ফেসবুকে আপনাকে যে ধরনের বিজ্ঞাপন দেখানো হয়, তাকে বলে টার্গটেড অ্যাড। ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমের পাশাপাশি অন্যান ওয়েবসাইটে কেনাকাটার ধরন বিশ্লেষণ করে এ ধরনের বিজ্ঞাপন দেখানো হয়।


ফেসবুক ডেস্কটপ ও অ্যাপ থেকে ফেসবুকে আপনার পছন্দের বিজ্ঞাপন ঠিক করে দিতে পারেন। বিষয়টি ঠিক করতে সাইট থেকে ফেসবুকের ওপরের কোনায় থেকে সেটিংসে যান। এরপর বাম পাশ থেকে অ্যাডসে ক্লিক করুন। এখন থেকে ইয়োর অ্যাড প্রিফারেন্স পেজে (Your ad preferences page) যেতে পারবেন। এখান থেকে আপনার পছন্দের বিজ্ঞাপনের বিষয়বস্তু নির্বাচন করে দিতে পারবেন।




যেসব বিষয় আপনার অপছন্দ হবে এর ওপর মাউস নিয়ে ক্রস বাটনে ক্লিক করতে হবে। শুরুতে আপনার পছন্দের ‘Interests’ বিভাগটি থেকে আপনার পছন্দের বিজ্ঞাপনের বিষয় নির্বাচন করে দিতে পারেন। এরপর যান অ্যাডভ্যাটাইজারস (Advertisers) বিভাগটিতে। যেসব বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন আপনি দেখতে চান না তাদের এখান থেকে সরিয়ে ফেলতে পারেন। আপনার নিউজ ফিডে যে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখতে চান না তাদের এখান থেকে সরিয়ে দিতে পারবেন।


এরপরের অংশটি হচ্ছে ইয়োর ইনফরমেশন (Your information)। এ তথ্য ব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের আপনাকে লক্ষ্যবস্তু বানানোর সুযোগ করে দেয়। এর মধ্যে আছে রিলেশনশিপ স্ট্যাটাস, এমপ্লয়ার, জব টাইটেল ও এডুকেশন। এসব তথ্য দেখতে দেবেন কিনা তা নির্বাচন করে দিতে পারেন। পাশের টগল সুইচগুলো বন্ধ করে দিলে বিজ্ঞাপনদাতারা আর তথ্য পাবনে না। এর পাশেই ইয়োর ক্যাটেগরিস (Your categories) নামে একটি বিশেষ বিভাগ আছে। এগুলো চাইলে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিতে পারেন।




এরপরের ধাপটি হচ্ছে অ্যাড সেটিংস। এ অংশটিতে ক্লিক করুন। এ অংশটি ঠিক করতে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এ ধাপের প্রথমের দেখবেন অ্যাডস বেজড অন ডেটা ফ্রম পাটনারস নামের একটি অংশ। যদি এটি ‘নট অ্যালাউড’ থাকে তবে দুশ্চিন্তার কিছু নেই। তবে অনেকের ক্ষেত্রেই এটি ‘অ্যালাউড’ বা চালু থাকে। এটি চাইলে বন্ধ করে দিতে পারেন।


পরের অংশটি ‘অ্যাডস বেজড অন ইয়োর অ্যাকটিভিটি অন ফেসবুক কোম্পানি প্রডাক্টস দ্যট ইউ সি এলসহোয়ার’। এ অংশটি মূলত ফেসবুক ব্যবহারকারী যেসব সাইট, অ্যাপ বা ডিভাইসে ফেসবুকের সেবা রয়েছে তা ব্যবহার করেন সেখানে ফেসবুকের বিজ্ঞাপন দেখানো হয়। অর্থাৎ, ফেসবুকের বাইরে গেলেও অনেক ওয়েবসাইটে একই রকম বিজ্ঞাপন চোখে পড়ে। এটি বন্ধ করতে আপনি ড্রপ ডাউন মেনু থেকে ‘নট অ্যালাউড’ নির্বাচন করে দিতে পারেন।


পরের ধাপে ‘অ্যাডস দ্যট ইনক্লুড ইয়োর সোশ্যাল অ্যাকশন’ নামের একটি বিষয় পাবেন। এ সেটিং আপনার কার্যক্রম দেখে ঘনিষ্ঠজনকে বিজ্ঞাপন দেখাবে কিনা সে নিয়ন্ত্রণ দেয়। এখানে দুটি অপশন পাবেন।

একটি হচ্ছে ‘অনলি মাই ফ্রেন্ডস’ ও আরেকটি হচ্ছে ‘নো ওয়ান’। এ ধরনের বিজ্ঞাপন যন্ত্রণা থেকে বাঁচতে নো ওয়ান নির্বাচন করে দিতে পারেন।
 বিজ্ঞাপন নির্ধারণ করে দেওয়ার সর্বেশষ ধাপটি হচ্ছ ‘হাইড অ্যাড টপিকস’ (Hide ad topics)। এখান থেকেই স্পর্শকাতার অনেক বিষয়বস্তু যেমন অ্যালকোহল, প্যারেন্টিং বা পেটস সংক্রান্ত বিজ্ঞাপন লুকিয়ে রাখতে পারবেন। ছয় মাস, এক বছর বা পুরোপুরি বিজ্ঞাপন লুকিয়া রাখার সুযোগ রয়েছে এ সেটিংস থেকে।

 সাধারণত এ সেটিংসগুলো দিয়ে রাখতে পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত হতে পারবেন না আপনি। তবে অনেক বিরক্তিকর বিজ্ঞাপন দেখার ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনি যে ধরনের বিজ্ঞাপন দেখতে চান এ সেটিংস থেকে সেটাই ঠিক করে দিতে পারবেন।

Share this Post

মন্তব্যসমূহ

সবচেয়ে বেশি দর্শক দেখা পোষ্ট

চিরতরে বন্ধ করুন সকল সিমের টাকা কাটার সার্ভিস।

জেনে রাখুন সকল সিমের Call Forwarding Service এর নিয়ম

ছেলেদের আধুনিক ইসলামিক ১৬০ টি নামের তালিকা

ছবির বিভিন্ন মাপ সাইজ গুলো যেনে নিন

২৫ টাকায় ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট পর্যন্ত যতখুশি ততবার।

বমির ঔষুধ যেনে নিন

This Profile is Locked যেভাবে করবেন।

চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম কি?

ফেসবুক থেকে Delete হওয়া ম্যাসেজ ও ছবি ফিরিয়ে আনার নিয়ম