আশা করি সবাই ভালো আছেন।
প্রতিদিনের জিবনে ফেসবুক এখন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই ফেসবুকে আবার অনেকের অনেক গুরুত্ত পূর্ণ কথোপকপন থাকে। কিন্তু বিগ্ন ঘটে যখন কোন ভাবে প্রতারক অথবা হ্যাকাররা আমাদের আইডি হ্যাক হয়ে যায়। ফলে আমারা এক নিমেষে হারিয়ে ফেলি আমাদের দরকারি সেই তথ্য গুল যা আমাদের অ্যাকাউন্টের কথোপকপনে সংরক্ষিত ছিল।
তবে আমারা আজ জানব কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডির সুরক্ষা রাখবো!
যার মাধ্যমে কেও আমাদের আইডির পাসওয়ার্ড জানলেও হ্যাকার
আমাদের আইডিতে ঢুকতে পারবে না
১০০% বললাম।
তো চলুন আমরা সুরক্ষা স্তর উন্নত করে ফেলি-
⇎প্রথমে মোবাইল অথবা কম্পিউটার হতে ফেসবুকে লগইন করে, ফেসবুকের সেটিং/
SETTING মেনুতে যান।
তারপর Security অপশনটি বাছাই করুণ
এবং
Use two-factor authentication এ ক্লিক করে
এখন Set Up ক্লিক দিন।
এবার আপনার পাসওয়াট চাইলে পাসওয়াট দিন-
এবার নিচের ছবির বত আসলে সেখানে Start Setup এ ক্লিক দিন-
এখন ফোন নাম্বার দেওার জন্য একটি খালি বক্স পাবেন। সেখানে আপনার ফোন নাম্বার দিন।
এবার continue তে ক্লিক দিন-তারপর আপনার মোবাইল নাম্বারটা ওখানে বসান!
( এই রুপ
1737895424 সামনে শুন্য লিখার দরকার নাই।
যে মোবাইল নাম্বারটি সাবমিট করলেন সেটা অন রাখুন।
২ মিনিটের ভেতর ফেসবুক আপনার নাম্বারে একটি কোড সহ এসএমএস পাঠাবে।
উক্ত কোডটি
Set Up করতে গিয়ে যে খালি বক্স পেয়েছেন ওই বক্সে লিখুন এবং
continue বা সাবমিট করুন।
ওকে আপনার কাজ এখন শেষ আর কেউ আপনার আইডির পাসওয়াট জানলেও কিছুই করতে পারবেনা বিশ্বাস না হলে পরীক্ষা করে এখনি দেখতে পারেন।
সবাই এখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ