আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে
Call Forwarding service।
এই সার্ভিসের মাধ্যেমে আপনি আপনার মোবাইল ফোনের কল অন্য নাম্বারে পাঠাতে পারবেন।
আমি আজকে আপনাদের দেখাব কিভাবে এই
System কাজ করে এবং এটি চালু করতে কি করতে হয়।
আমি একে একে
GrameenPhone, Robi, Banglalink এই সব গুলো কোম্পানির এই সার্ভিসটি কিভাবে চালু করতে হয় তা দেখাব।
তাহলে চলুন দেখে নেই
Call Forwarding Service কি?
ধরুন আপনি আপনার নাম্বার পরিবর্তন করেছেন। আপনার নাম্বারটা সবাই জানত। কিন্তু পরিবর্তন করার ফলে অনেকেই আপনাকে ফোনে পাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতেই এই সার্ভিস। আপনার পুরাতন নাম্বারটি নতুন নাম্বারের সাথে
Forward করে রাখলে আপনার পুরাতন নাম্বারে যারা ফোন করবেন তাদের ফোন
Forward হয়ে আপনার নতুন নাম্বারে চলে যাবে। এতে করে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না।
এই সার্ভিস ব্যবহার করতে কোন ফি দিতে হবে না। আপনি এই সার্ভিসটি বিনামূল্যে পাচ্ছেন। তাহলে চলুক দেখে নেই কিভাবে সার্ভিসটি চালু করতে হয়।
সার্ভিসটি চালু করতে আপনার পুরাতন নাম্বার থেকে মানে আপনি যে নাম্বার থেকে
Call Forwarding করতে চাচ্ছেন সে নাম্বার থেকে নিচের কাঙ্খিত নাম্বারটি ডায়াল করবেন।
GrameenPhone
সার্ভিসটি চালু করতে ডায়াল করুন
*004*[Phone Number]#
সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন
##002#
বিঃদ্রঃ-
Phone Number এর যায়গায় আপনি যে নাম্বারে
Forwarding করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন।
Robi
ডাইভার্ট করার বিকল্প সক্রিয় করার পদ্ধতি নিষ্ক্রিয় করার পদ্ধতি স্টাটাস চেক করার জন্য
UNREACHABLE
**৬২* ডাইভার্ট নম্বর
# # # ৬২ # * # ৬২ #
BUSY **৬৭* ডাইভার্ট নম্বর # # # ৬৭ # * # ৬৭ #
NO REPLY **৬১* ডাইভার্ট নম্বর # # # ৬১ # * # ৬১ #
ALL CALLS **২১* ডাইভার্ট নম্বর # # # ২১ # * # ২১ # আপনি ##০০২# ডায়াল করে সকল ডাইভার্ট বাতিল করতে পারেন।
ভয়েস মেইল ব্যতীত অন্য কোন নম্বরে কল ডাইভার্ট করার জন্য চার্জ প্রযোজ্য হবে। ভয়েস মেইলে কল ডাইভার্ট করার জন্য কোন চার্জ নেই, তবে মেইল বক্সে যাওয়া ও ভয়েস মেসেজ শোনার জন্য স্বাভাবিক এয়ার টাইমের হিসেবে চার্জ প্রযোজ্য হবে।
Banglalink
সার্ভিসটি চালু করতে ডায়াল করুন
**21*[Phone Number]#
সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন
##002#
বিঃদ্রঃ- Phone Number এর যায়গায় আপনি যে নাম্বারে
Forwarding করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন।
আজকের মত সবাই ভালো থাকবেন অন্য কোনদিন আবারো আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাঝির হব,আল্লাহ হাফেজ।
যুদি কোনো একজন আমার নাম্বারকে ফোরওয়ার্ড করে তখন বন্দ করবো কিভাবে?
উত্তরমুছুনএটা বন্ধ করতে এক মাত্র সেই পারবে যে চালু করবে ফোরওয়ার্ড।@ধন্যবাদ
মুছুনকেন আমি যদি সার্ভিস টি বন্ধ করার কোড়টি মারি বন্ধ হবে না
মুছুনAmr Nmbr A Call Dile "Outgoing Call Forwarded" Dekhasche..Kew Call Dite Pasche Na Ata Off Krbo Kivabe?
উত্তরমুছুনএটা বন্ধ করতে দয়া করে এই কোড ডাইল করুন #৩৫*০০০০# অথবা #৩৩*০০০০# ডাইল করুন আশা করি সমাধান পাবেন।
উত্তরমুছুনএটা ড্যাল করলে আনাবেল টু কমপ্লিট নেটওয়ার্ক লেখা আসে। কাজ হচ্ছে না কেন?
মুছুনami akjon k phn dissi kintu "outgoing call forward" dekhasse....abr...phone o bondho dekhasse.....tar mane jake phone disse se ki karo sathe kotha bolse onno namber diye? plz aktu amk.
উত্তরমুছুনআমার একটা রবি নাম্বারে কল দিলে আরেকটা রবি নাম্বারে চলে যায় এইটা কিভাবে সমাধান করা যায় ভাই??
উত্তরমুছুনআপনি এই বিষয়ে ১২১ কল দিয়ে অথবা ১৫৮ তে কল করে ফ্রি অভিযোগ যানাতে পারেন আশা করি তারা আপনাকে সাহায্য করবেন ধন্যবাদ
উত্তরমুছুনআমি ম্যাসেজ ও ফরওয়ার্ড করতে চা। কিভাবে করব।
উত্তরমুছুনAmr akta airtel number a call dile "outgoing call forwarded" dekhasse kew call dite parse na..ata thik korbo kivabe plz bolun
উত্তরমুছুনকাজ হয় না!!
উত্তরমুছুনকাউকে কল দিলে চconditional call forwarding active দে।।বাট আমি এটা করিনি।এখন এটা বন্ধ করার উপায় কি আর এটা কে করেছে জানার কোন ওয়ে কি আছে।
উত্তরমুছুনআপনি প্রথমত এই #২১# কোড ডাইল করে দেখতে পারেন যদি গ্রামীন সিম হয়ে থাকে সেই ক্ষেত্রে শুধু
মুছুনগ্ৰামিন ফোন সিমে চালু করছে আরেক জনে,বাট এখন আমি অনেক কোড় মেরে দেখছি বন্ধ হচ্ছে না।
মুছুনSkitto sim er balence kivabe chek kore....
উত্তরমুছুন*121# ডাইল করে আপনার পছন্দের মেনু (স্কিটো) অফশনে চলে যান, অথবা এপ্স দিয়ে চ্যাক করতে পারেন ধন্যবাদ
মুছুনAirtel e forward korbo koto deye hlp vaiya
উত্তরমুছুনএয়ারটেল কল ফরোয়ার্ডিং কোড ব্যবহার করে কল ফরওয়ার্ডিং নিষ্ক্রিয় করুন
মুছুনআপনার ফোনটি উত্তরহীন হলে কল ফরওয়ার্ডিং নিষ্ক্রিয় করতে: ## 61 #
আপনার ফোনটি যখন অ্যাক্সেসযোগ্য হয় না তখন কল ফরওয়ার্ডিং নিষ্ক্রিয় করতে: ## 62 #
ব্যস্ত থাকাকালীন কল ফরওয়ার্ডিং নিষ্ক্রিয় করতে: ## 67 #
সমস্ত ধরণের কল ফরওয়ার্ডিং নিষ্ক্রিয় করতে: ## 21 #
amar sim ami call forward kamne calu korbo?
মুছুনআপনি লেখা গুলো ভালো করে পড়ে নিন আশা করি বুঝতে পারবেন ধন্যবাদ
মুছুনভাইয়া একটু হেল্প নীড..ফোনে নাম্বার ব্লক করলে ম্যাসেজ ও ব্লক হয়ে যাই....এইটা কি স্লভ করা যাবে যে নাম্বার ব্লকে থাকবে বাট ম্যাসেজ আসবে😶
উত্তরমুছুননা এই ভাবে ব্লক হবেনা
মুছুনতবে আপনার যদি বাটন ফোন হয়ে থাকে তাহলে হবে
মুছুনamar airtel sim forword kora hoice, kon numbere kora hoice ata dekbo ki bave.
উত্তরমুছুনhelp post
Hallo vaiya robi sim a coll forwarding ki vabe chalu kore..r ki kore of kore bolben ki..
উত্তরমুছুনTo activate Call Wait and Call Hold press *43# and SEND
মুছুনTo deactivate Call Wait and Call Hold press #43# and SEND Thanks
Divert Options Activate Cancel To Check Status
উত্তরমুছুনUNREACHABLE * * 62 * DIVERT NUMBER # SEND # # 62 # SEND * # 62 # SEND
BUSY * * 67 * DIVERT NUMBER # SEND # # 67 # SEND * # 67 # SEND
NO REPLY * * 61 * DIVERT NUMBER # SEND # # 61 # SEND * # 61 # SEND
ALL CALLS * * 21 * DIVERT NUMBER # SEND # # 21 # SEND * # 21 # SEND
You can cancel ALL DIVERT by pressing # # 002 # SEND
আমার রবি সিমে কল আসে, কিন্ত আমি কাউকে কল দিতে পারছি না,এবং টাকা রিচার্ছ করতে পারছি না।কাস্টমার সেন্টারে যেতে বলছে।কি করা যেতে পারে।জানাবেন পিল্জ
উত্তরমুছুনআপনি কষ্ট করে কাস্টমার কেয়ার প্রতিনীধির সাথে কথা বলুন তারাই আপনাকে সমাধান দিবেন
মুছুনআমি একটি রবি সিমের কল ফরোয়ার্ড করতে পারছি না ফরওয়ার্ড অপশন চালু করলে কেউ কল দিলে ভিজি দেখায় ব্যস্ত আছে বলে। অথচ কোন ব্যস্ততা নেই বরং একেবারে ফ্রি। এখন কল ফরওয়ার্ড / ডাইভার্ট কিভাবে করবো বলুন
উত্তরমুছুনআমি সঠিক নম্বরে কল দিচ্ছি কিন্ত কম্পিউটার বলছে আপনি ভুল নাম্বারে কল দিচ্ছেন। কি হয়েছে বুঝতে পারছি না।
উত্তরমুছুনআমি গ্রামীণ সীম ব্যবহার করছি।কিন্তু বেশ কিছু দিন ধরে একটা সমস্যা যেটা হচ্ছে তা হলো আমার ফোন বন্ধ করলে কেউ কল দিলেই তা অন্য একজনের কাছে চলে যায়। সেটা একজন নির্দিষ্ট ব্যক্তির কাছেই যায়। অন করা থাকলে যায় না।এটার সমাধান কী হতে পারে?
উত্তরমুছুন#21# ডাইল করুন
মুছুন