ফেসবুক আইডি নিরাপদ রাখার সেরা ১০টি উপায় তুলে ধরলাম।
আমি জানি আমার সকল পোষ্ট সবাই পরেনা কিন্তু তারা কোন এক সময় খুজবে আমার এই পোষ্ট বা আমাকে।আমার প্রতিটা টিউন আপনাদের উপকারের জন্যই করে থাকি। আসুন আজ ফেসবুক আইডি ভালো রাখতে যা যা করবেন সে বিষয়ে আমি আলোচনা করবো।
কি কি করবেন তা নিচের লেখা গুলো অনুশরন করুন।
১ শক্তিশালি পাসওয়ার্ড✔
২ ফেসবুকে সকল তথ্য সঠিক দিতে হবে। ✔
৩ টু স্টেপ ভ্যারিফিকেশন রাখতে হবে।✔
৪ এপ্স বা ওয়েবসাইট পারমিশন অন রাখতে হবে।✔
৫ হাইড লগিন ইনফরমেশন রাখতে হবে। ✔
৬ অচেনা লিংকে ক্লিক না করা।✔
৭ রিমুভ প্রিভিয়াস লগিন করা। ✔
৮। অন্যকারো ডিভাইস থেকে ফেসবুক লগইন না করা।✔
৯। ফেসবুকে দাদাগিরি না করা।✔
১০ প্রো ( professional) হ্যাকার ভাড়া করা। ✔
প্রো মানে প্রফেশনাল। কোন ব্যাক্তি যদি একজন প্রফেশনাল হ্যাকার ভাড়া নিয়ে তার একাউন্ট হ্যাক করতে বলে, আর হ্যাকার যদি উক্ত ব্যাক্তির আইডির সিকিউরিটি চেক করে বলে দেয় যে তার একাউন্ট কতটা সিকিউর বা নিরাপদ তাহলে উক্ত ব্যাক্তি নিশ্চিত থাকবে।
এজন্য যে তার আইডিতে কোন সমস্যা নেই।
তাই মাঝে মধ্যে আপনারাও প্রফেশনাল হ্যাকার ভাড়া করে দেখতে পারেন যে আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগের একাউন্ট কতটা নিরাপদ।
সাবধান আবার আমার কথায় প্রফেশনাল হ্যাকার ভাড়া করতে গিয়ে নিজের একাউন্ট হারাতে বসেন না, এটা বলেছি আপনার বিশ্বস্ত কোন হ্যাকার বা আপনার কাছের কোন বড় ভাই/ছোট ভাইকে যে ভালো যানে বা বুঝে ফেসবুক সম্পর্কে।
আমার মনে হয় উক্ত আর্টিকেলটির বর্ণনা দিয়ে আমি আপনাদের ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার একাউন্ট নিরাপদে রাখার জন্য ভালো কয়েকটি পদ্ধতি বা উপায় শেয়ার করতে পেরেছি।
উক্ত আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আরো পোষ্ট দেখতে নিচের ফলো করুন-
ভাই অনেক উপকারে আসলো
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনধন্যবাদ এমন পোষ্ট আরো চাই
উত্তরমুছুনআমাদের সাথেই থাকুন ধন্যবাদ
মুছুন১ থেকে ১০ নং পর্যন্ত বিস্তারিত বললে ভালো হত
উত্তরমুছুনআপনি কষ্ট করে আগের পোষ্ট গুলো দেখুন সেখানে বিস্তারিত বলা আছে
মুছুন