সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

যে ৩২ পাসওয়ার্ড ব্যবহার খুবই বিপজ্জনক

ছবি
সহজে অনুমাণ করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার বিপজ্জনক   সহজে অনুমাণ করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার বিপজ্জনক। ছবি: রয়টার্স পাসওয়ার্ড হ্যাক করে কারও অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়া সাইবার দুর্বৃত্তদের জন্য সবচেয়ে সহজ কাজ। অনেক ক্ষেত্রে অজ্ঞতা বা অলসতার কারণে মানুষ সহজে অনুমাণযোগ্য পাসওয়ার্ড অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষার জন্য বসিয়ে রাখেন। অনেকেই ভুলে যান, তাঁর ব্যবহার করা সহজ পাসওয়ার্ড সহজে হ্যাক করে অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থেকে যেতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইমিউনওয়েব সম্প্রতি ২ কোটি ১০ লাখ অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে দেখেছে, এক কোটি ৬০ লাখ অ্যাকাউন্টের তথ্য কোন না কোনোভাবে হ্যাকারদের হাতে গেছে। গত এক বছরের ফরচুন ৫০০ কোম্পানির তথ্য নিয়ে গবেষণা চালায় প্রতিষ্ঠানটি। গবেষকেরা দাবি করেন, তাঁরা দেখেছেন মাত্র ৪৯ লাখ অ্যাকাউন্টের ক্ষেত্রে অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। অন্য অ্যাকাউন্টে ব্যবহৃত পাসওয়ার্ড সহজে অনুমাণ করা যায়। এসব অ্যাকাউন্টে ব্যবহার করা পাসওয়ার্ডের মধ্যে ৩২টি পাসওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, বহুল ব্যবহৃত সহজে অনুমাণ...