সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

ফেসবুকে বন্ধু বা GF কে মেসেজ বল্ক করে মেসেজগুলো ডিলেট করে দিয়ে আর আনবোল্ক করতে পারছেন না তারা দেখুন।

অনেক সময় দেখা যায় ফেসবুকে Best #Friend অথবা #GF এর সাথে একটু ঝগড়া করার ফলে মেসেজ বোল্ক করে সব মেসেজ ডিলেট করে দেন। কিন্তু পরবর্তীতে এই আনবোল্ক আর করতে পারেন না। অনেকেই এই সিস্টেমটি জানেন। আর যারা জানেন না এই বিষয়ে পোস্ট করতে বলেছিলেন তাদের জন্য আজকের এই পোস্ট।  মেসেজ আনবোল্ক করার জন্যঃ   প্রথমে ল্যাপটপ দিয়ে ফেসবুকে ঢুকুন। যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা মোবাইলের (Chrome বা Puffin) ব্রাউজার দিয়ে কম্পিউটার ভার্সন করে ফেসবুকে লগিন করে Setting এ যান। তারপর Blocking নামের যে অপশনটা পাবেন সেখানে কিল্ক করুন। . এবার Block from Message নামে যে লেখাটা আছে আপনি যাকে মেসেজ বোল্ক করেছিলেন সেখানে তাদের নাম দেখতে পাবেন। এইখান থেকে আপনার কাঙ্খিত ব্যাক্তিকে আপবোল্ক করে নিতে পারবেন। . তো আজকে এ পযন্তই সবাই ভালো থাকুন, সুস্হ থাকুন। ঈদ মোবারক।

বিশ্বসেরা ডাটা রিকোভারি সফটওয়্যার।

ছবি
Ontrack EasyRecovery 11 Enterprise সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ৫৩ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।  ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। ডাউনলোড করতে ক্লিক করুন।   ডাউনলোড প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ডাউনলোকৃত জিপ ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করে আনজিপ করে নিন। তবে অবশ্যই খেয়ার রাখবেন এই সময় যেন আপনার পিসির ইন্টারনেট সংযোগ এবং এন্টিভাইরাস বন্ধ অবস্থায় থাকে।  জিপ ফাইলটি আনজিপ করার পরে এর ভেতরে ২ টি ফোল্ডার (Setup এবং Upadate) এবং Medicine.exe নামের একটি ফাইল পাবেন। প্রথমে Setup ফোল্ডার থেকে ER_WIN_ENT.exe ফাইলটি সেটাপ দিন।  তবে সেটাপ প্রক্রিয়া যখন নিচের চিত্রের মতো শেষ অবস্থায় আসবে তখন চিহিৃত চেকমার্ক তুলে দিয়ে সেটাপ কমপ্লিট করবেন।    এবার Upadate ফোল্ডার হতে সবগুলো ফাইল কপি করুন এবং  আপনার পিসির  C-ড্রাইবে গিয়ে   Program Files\Kroll Ontrack\Ontrack EasyRecovery11 Enterprise লোক...