সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

বিশ্বসেরা ডাটা রিকোভারি সফটওয়্যার।


Ontrack EasyRecovery 11 Enterprise সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ৫৩ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।

 ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না।

  ডাউনলোড প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ডাউনলোকৃত জিপ ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করে আনজিপ করে নিন।
তবে অবশ্যই খেয়ার রাখবেন এই সময় যেন আপনার পিসির ইন্টারনেট সংযোগ এবং এন্টিভাইরাস বন্ধ অবস্থায় থাকে।

 জিপ ফাইলটি আনজিপ করার পরে এর ভেতরে ২ টি ফোল্ডার (Setup এবং Upadate) এবং Medicine.exe নামের একটি ফাইল পাবেন। প্রথমে Setup ফোল্ডার থেকে ER_WIN_ENT.exe ফাইলটি সেটাপ দিন।
 তবে সেটাপ প্রক্রিয়া যখন নিচের চিত্রের মতো শেষ অবস্থায় আসবে তখন চিহিৃত চেকমার্ক তুলে দিয়ে সেটাপ কমপ্লিট করবেন। 


  এবার Upadate ফোল্ডার হতে সবগুলো ফাইল কপি করুন এবং  আপনার পিসির  C-ড্রাইবে গিয়ে   Program Files\Kroll Ontrack\Ontrack EasyRecovery11 Enterprise লোকেশনে গিয়ে সবগুলো ফাইল পেস্ট করুন।
 পেস্ট করার সময় সবগুলো ফাইলকে ওভার রাইট করতে বললে ওভার রাইট করুন। সেটাপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার একটিভেট করার পালা।
 Ontrack EasyRecovery 11 Enterprise – একটিভেশন সফটওয়্যারটির একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ।
আমি না দেখালেও আপনারা অনেকেই কাজটি একা একা করতে পারতেন। কিন্তু নতুন ব্যবহারকারীদের কথা চিন্তা করেই বিস্তারিত বর্ণনা করছি। প্রত্যেকটি স্টেপ মনযোগ দিয়ে দেখুন এবং নিজে চেষ্টা করুন। আশা করছি কেউ অকারন ঘাবড়ে যাবেন না। প্রথমে সফটওয়্যারটির আইকন চেপে সেটাকে প্রথমবারের মতো রান করুন। তাহলে নিচের মতো একটিভেশন পেইজ আসবে। এবার চিত্রে চিহিৃত Click Here For Activation Code অপশনে ক্লিক করুন।


এবার নিচের মতো করে আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার চালু হবে। যেহেতু ইন্টারনেট কানেকশন বন্ধ তাই তাই পেইজ লোড হবেনা। আপনি শুধুমাত্র ব্রাউজারের এড্রেসবার থেকে একটিভেশন URL টা কপি করে নিন।

এবার Medicine.exe ফাইলটি কম্পিউটারের এডমিন হিসাবে রান করুন। নিচের প্রথম চিত্রের মতো আসলে খালি বক্সে ব্রাউজারের এড্রেসবার থেকে প্রাপ্ত একটিভেশন URL পেস্ট করে দিন। তাহলে দ্বিতীয় চিত্রের চিহিৃত বক্সে আপনি একটিভেশন কোড পেয়ে যাবেন। এবার এই একটিভেশন কোডটি কপি করে রাখুন।

 কপি করা একটিভেশন কোডটি নিচের চিত্রে দেখানো জায়গায় পেস্ট করে একটিভেট বাটনে ক্লিক করুন। ব্যাস একটিভেশনের জন্য আপনাকে অভিনন্দন জানাবে সফটওয়্যারটি।


আশা করি আপনারা প্রত্যেকটা ধাপ খুব মনযোগ সহকারে দেখেছেন এবং সফলভাবে সফটওয়্যারটি একটিভেট করতে পেরেছেন। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকে আবার চেষ্টা করুন। 
আমাকে ফেসবুকে পেতে- MYJ ক্লিক করুন।

Share this Post

মন্তব্যসমূহ

সবচেয়ে বেশি দর্শক দেখা পোষ্ট

চিরতরে বন্ধ করুন সকল সিমের টাকা কাটার সার্ভিস।

জেনে রাখুন সকল সিমের Call Forwarding Service এর নিয়ম

ছেলেদের আধুনিক ইসলামিক ১৬০ টি নামের তালিকা

ছবির বিভিন্ন মাপ সাইজ গুলো যেনে নিন

২৫ টাকায় ৩০ দিন মেয়াদে ১০০০ মিনিট পর্যন্ত যতখুশি ততবার।

বমির ঔষুধ যেনে নিন

This Profile is Locked যেভাবে করবেন।

চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম কি?

ফেসবুক থেকে Delete হওয়া ম্যাসেজ ও ছবি ফিরিয়ে আনার নিয়ম