সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,

অরিজিনাল নকশা দেই

ছবি
 বাংলাদেশের যে কোন জেলার #মৌজার অরিজিনাল নকশা লাগলে যোগাযোগ করতে পারেন-  WhatsApp নং 01737895424 এই নাম্বারে।  #নামাজ টাইম বাদে,যে কোন সময় কল রিসিভ হবে।  #নাম্বরটা সেভ করে রাখুন কাজে লাগতে পারে।     #নতুন পুরাতন যে কোন নকশাই দিয়ে থাকি।  #Rs - নকশা #Bs - নকশা #Cs - নকশা  #SA - নকশা  #দিয়ারা/পেটি নকশার মূল্যঃ কুরিয়ার খরচ সহ ৭০০ টাকা। এবং ১০০% পরিস্কার প্রিন্ট ১০০০ টাকা। ল্যামিনেটিং করলে: ১২৫০/- PDF+JPG বা সফট কপি দেই-৩০০ টাকায়। /বেশি নিলে কম আছে। হার্ড কপি কুরিয়ারে পাঠাই। যোগাযোগ  01737895424  যে কোন সময় কল দিতে পারেন।

জিমেইল অ্যাকাউন্টে জমে থাকা সকল মেইল রিমুভ করতে পারবেন মাত্র ১ মিনিটের মধ্যেই

  জিমেইল ইউজারদের স্বাগত জানাচ্ছি আমার আজকের পোস্টে। আপনার জিমেইল অ্যাকাউন্টে কি জমে আছে হাজার হাজার মেইল?  আপনি কি সব ইমেইল এক ক্লিকেই এবং খুব সহজেই ডিলেট করে ফেলতে চাচ্ছেন?   এখন আপনি খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টে জমে থাকা সকল মেইল রিমুভ করতে পারবেন মাত্র ১ মিনিটের মধ্যেই! আমাদের অনেকের পুরোনো ইমেইল অ্যাকাউন্ট থাকে অনেক সময়। কিন্তু বহুদিন পর ইমেইল অ্যাকাউন্টে লগিন করে দেখলেন, ইনবক্সে জমে গেছে অপ্রয়োজনীয় হাজার হাজার ইমেইল।  এখন এই মেইলগুলো মুছে ফেলতে চাচ্ছেন?? কিন্তু এতোগুলো ইমেইল ম্যানুয়ালি ডিলেট করা অসম্ভব! আমরা জানি, জিমেইল ইনবক্সে প্রত্যেক পেজে ৫০টির মতো ইমেইল থাকে। অর্থাৎ ডিলেট করতে হলে আপনাকে এখন প্রতি ক্লিকে এই ৫০টি করে ইমেইল ডিলেট করতে হবে। আর এভাবে যদি আপনি ডিলেট করতে থাকেন, তাহলে ভেবে দেখেছেন কি, কতক্ষণ সময় নস্ট হতে পারে আপনার মেইলে জমে থাকা এই ইমেইলগুলো ডিলেট করতে?  চিন্তা নেই, আছে স্মার্ট সল্যুশন। জিমেইল অ্যাকাউন্টের ইনবক্স থেকে সকল ই-মেইল এক ক্লিকে ডিলেট করার পদ্ধতি আমি আজ আপনাদের সাথে সকল ই...

তাহাজ্জুদ নামাজের নিয়ত ও নিয়ম

তাহাজ্জুদ নামাজের নিয়ত ও নিয়ম তাহাজ্জুদের নামাজ অতীব গুরুত্বপূর্ণ ও ফযিলতপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ নামাজ সুন্নাত। নবী করীম (সাঃ) হরহামেশা এ নামাজ নিয়মিত পড়তেন এবং সাহাবায়ে কেরাম রা. কে তা নিয়মিত আদায় করার জন্য উদ্বুদ্ধ করতেন। পবিত্র কুরআনে তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষভাবে তাকিদ করা হয়েছে।   ᐉ তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ التَّهَجُّدِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ   ᐉ তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলা উচ্চারণ নাওয়াইতু আন উসালি্লয়া লিল্লাহি তা’আলা রাকা’আতাই সালাতিল তাহাজ্জুদী সুন্নাতু রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।   ᐉ তাহাজ্জুদ নামাজের নিয়ত বাংলায় আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ᐉ তাহাজ্জুদ নামাজের নিয়ম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোন সুরা নেই। যে কোন সুরা দিয়েই এই নামাজ আদায় করা যাবে। তবে যদি বড় সুরা বা আয়াত মুখস্ত থাকে, তবে সেগুলো...

আমার পরিচয়

ছবি
বিসমিল্লাহির রাহমানির রাহিম                                   আসসালামু আলাইকুম পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মত, যতই সুন্দর ভাবে সাজাইনা কেন,মালিকের নোটিশ আসলে বাড়ি ছাড়তেই হবে। হয়ত এমন একটা সময় আসবে, যখন আমি থাকবো না, কিন্তু আমার তৈরি সকল ওয়েবসাইট/টুইটার/ইউটুব/𝔽𝕒𝕔𝕖𝕓𝕠𝕠𝕜 ইত্যাদি ইত্যাদি থাকবে। হয়ত আইডিগুলো ডিএ্যাকটিভ করেও যেতে পারবো না। একদিন হঠাৎ চিরতরে থেমে যাবে আমার নিস্বাস কালের সাক্ষী হয়ে থেকে যাবে আমার 𝕚𝔻, রয়ে যাবে কিছু স্মৃতি। ইনবক্সে হয়ত নক করবে কেউ,কেউবা কমেন্ট করবে কিন্তু রিপ্লাই দেয়ার কেউ থাকবে না।   হয়ত কেউ সেদিন আমায় খুঁজবে তার প্রয়োজনে। কিন্তু তারা জানবেনা যে এই আইডির মালিক এই পৃথিবীতে আর নেই। কেউবা আবার আমায় ভেবে ক ফোটা অশ্রু কারো গাল বেয়ে নামবে। হয়ত অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে আমায় খুঁজবে। নীড়ে ফেরা পাখিদের মাঝে আমায় খুঁজবে। রাতের তারার মাঝে আমায় খুঁজবে। একবার হলেও আমায় 𝕄𝕚𝕤𝕤 করবে। কিন্তু আমি থাকবো না। হারিয়ে যাবো অচিনপুরে ফিরে আসবোনা আর কোন...