সবাই আমার সালাম/নমস্কার গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর টিউন করতে এলাম। আজ আমি একটি ছোট/মিনি টিউন নিয়ে আসলাম :P। আজ আপনাদেরকে ছবির বিভিন্ন মাপ গুলো সম্পর্কে জানাতে চেষ্টা করব :D। অনেকে ফটোশপে ছবির কাজ করতে গিয়ে ছবির মাপ/সাইজ নিয়ে চিন্তায় পড়ে যায়/জানে না :P। অনেকে হয়ত এ তথ্যগুলো জানেন, আবার অনেকে হয়ত এ তথ্যগুলো জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন :D। এই টিউনটি একদম নতুনদের জন্য+যারা ফটোশপে নতুন তাদের জন্য। ফটোশপে কাজ করতে গেলে এই মাপ গুলো অনেক সময় কাজে লাগে। আর এই মাপ গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মাপ গুলো দেখি।
Stamp Photo Size = (.8″×1″)
Passport Photo Size = (1.52″×1.9″)
3R Photo Size = (3.5″×5″)
4R Photo Size = (4″×6″)
5R Photo Size = (5″×7″)
6R Photo Size = (6″×8″)
8R Photo Size = (8″×10″)
8L Photo Size = (8″×12″)
10R Photo Size = (10″×12″)
10L Photo Size = (10″×15″)
12R Photo Size = (12″×16″)
12L Photo Size = (12″×18″)
16R Photo Size = (16″×20″)
20R Photo Size = (20″×24″)
20L Photo Size = (20″×30″)
উক্ত মাপের ″ = ইঞ্চি, × = বাই। প্রথমে প্রস্থ তারপর দৈর্ঘ্যর মাপ দেওয়া আছে। যেমন: (1.52″×1.9″) এখানে 1.52″ হচ্ছে ছবির দৈর্ঘ্যের মাপ আর 1.9″ হচ্ছে প্রস্থের মাপ, প্রত্যকটি মাপের ক্ষেত্রেও একই কাহিনী। এই মাপ গুলোর মধ্যে বেশি দরকার হয় Stamp, Passport, 3R, 4R, 5R, 8R, 10R, 12R সাইজের ছবি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ