এই সার্ভিসের মাধ্যেমে আপনি আপনার মোবাইল ফোনের কল অন্য নাম্বারে পাঠাতে পারবেন।
আমি আজকে আপনাদের দেখাব কিভাবে এই
System কাজ করে এবং এটি চালু করতে কি করতে হয়।
আমি একে একে
GrameenPhone, Robi, Banglalink এই সব গুলো কোম্পানির এই সার্ভিসটি কিভাবে চালু করতে হয় তা দেখাব।
তাহলে চলুন দেখে নেই Call
Forwarding Service কি?
ধরুন আপনি আপনার নাম্বার পরিবর্তন করেছেন। আপনার নাম্বারটা সবাই জানত। কিন্তু পরিবর্তন করার ফলে অনেকেই আপনাকে ফোনে পাচ্ছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতেই এই সার্ভিস। আপনার পুরাতন নাম্বারটি নতুন নাম্বারের সাথে
Forward করে রাখলে আপনার পুরাতন নাম্বারে যারা ফোন করবেন তাদের ফোন
Forward হয়ে আপনার নতুন নাম্বারে চলে যাবে। এতে করে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না।
এই সার্ভিস ব্যবহার করতে কোন ফি দিতে হবে না। আপনি এই সার্ভিসটি বিনামূল্যে পাচ্ছেন। তাহলে চলুক দেখে নেই কিভাবে সার্ভিসটি চালু করতে হয়।
সার্ভিসটি চালু করতে আপনার পুরাতন নাম্বার থেকে মানে আপনি যে নাম্বার থেকে
Call Forwarding করতে চাচ্ছেন সে নাম্বার থেকে নিচের কাঙ্খিত নাম্বারটি ডায়াল করবেন।
GrameenPhone সার্ভিসটি চালু করতে ডায়াল করুন
*004*[Phone Number]#
সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন
##002#
বিঃদ্রঃ- Phone Number এর যায়গায় আপনি যে নাম্বারে Forwarding করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন।
Robi ডাইভার্ট করার বিকল্প সক্রিয় করার পদ্ধতি নিষ্ক্রিয় করার পদ্ধতি স্টাটাস চেক করার জন্য UNREACHABLE
**৬২* ডাইভার্ট নম্বর
# # # ৬২ # * # ৬২ #
BUSY **৬৭* ডাইভার্ট নম্বর
# # # ৬৭ # * # ৬৭ # NO REPLY **৬১* ডাইভার্ট নম্বর
# # # ৬১ # * # ৬১ # ALL CALLS **২১* ডাইভার্ট নম্বর
# # # ২১ # * # ২১ # আপনি
##০০২# ডায়াল করে সকল ডাইভার্ট বাতিল করতে পারেন।
ভয়েস মেইল ব্যতীত অন্য কোন নম্বরে কল ডাইভার্ট করার জন্য চার্জ প্রযোজ্য হবে। ভয়েস মেইলে কল ডাইভার্ট করার জন্য কোন চার্জ নেই, তবে মেইল বক্সে যাওয়া ও ভয়েস মেসেজ শোনার জন্য স্বাভাবিক এয়ার টাইমের হিসেবে চার্জ প্রযোজ্য হবে।
Banglalink সার্ভিসটি চালু করতে ডায়াল করুন
**21*[Phone Number]# সার্ভিসটি বন্ধ করতে ডায়াল করুন
##002#
বিঃদ্রঃ- Phone Number এর যায়গায় আপনি যে নাম্বারে
Forwarding করতে চাচ্ছেন সেই নাম্বার দিবেন।
আজকের মত সবাই ভালো থাকবেন অন্য কোনদিন আবারো আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাঝির হব,আল্লাহ হাফেজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ