এই কাজটি করার জন্য আমারা আজকে গুগল ড্রাইভ এর হেল্প নেবো । গুগল ড্রাইভে এই সুবিধাটি দেওয়া আছে । কিভাবে করবেন নীচে স্টেপ বাই স্টেপ স্ক্রীন শর্ট সহ দেওয়া আছে ।
কিভাবে কাজটি করবেন নীচের স্টেপ গুলো লক্ষ করুনঃ
আপনি
https://drive.google.com/ এই লিঙ্কে ক্লিক করে গুগল ড্রাইভে প্রবেশ করুন ।
এবার আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন ।
তারপর Upload Icon এ ক্লিক করে File এ ক্লিক করুন । তারপর আপনি আপনার পিসি থেকে যে PDF ফাইলটিকে Embed করে আপনার ব্লগে পোস্ট করতে চান সেটি সিলেক্ট করুন ।
এবার নীচের চিত্রের মতো ফাইল Upload হবে এটা আপনার ফাইল এর উপর নির্ভর করবে কত সময় লাগবে তবে Pdf ফাইল এর সাইজ খুব ছোট্ট হয় তাই খুব একটা সময় লাগবে না
এবার নীচের চিত্রের মতো সম্পূর্ণ হবে । তারপর সেই লিঙ্কে ক্লিক করুন।
এবার একটি নতুনপেজ আসবে সেখান থেকে ডান পাশে Share বাটন ক্লিক করুন।
এবার একটি নতুন উইন্ডো আসবে থেকে Change... বাটন এ ক্লিক করে তারপর public on the web এ ঠিক দিন ।
এবার সেই একই পেজ থেকে বাম পাশে File এ ক্লিক করুন তারপর Embed this PDF file আপনি যদি অন্য কোন ডকুমেন্টস শেয়ার করেন তাহলে সেখানে PDF এর যাইগাই অন্য নাম থাকবে।
ব্যাস এবার একটি বক্স আসবে সেখানে আপনি কিছু কোড পাবেন সেগুলোকে কপি করে নিন এগুল পোস্ট করার সময় দরকার হবে।
এবার আপনার ব্লগ পোস্ট ট্যাব ওপেন করুন তারপর HTML এ ক্লিক করে উপরের কোড গুলো যেকোনো স্থানে কপি পেস্ট করুন।
ব্যাস হয়েগেল আশাকরি আমি আপনাদের সামনে A to Z টিউটোরিয়াল তুলে ধরতে পেরেছি । তাহলে নীচে থেকে আমার Embed করা একটি PDF ফাইল দেখে নিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ