সকল মোবাইলে অফার মেসেজ বন্ধ করার উপায় কী?
মোবাইল অপারেটরগুলো প্রতিনিয়ত বিভিন্ন অফারের মেসেজ আমাদেরকে পাঠিয়ে থাকে। এগুলোকে প্রোমোশনাল মেসেজ বলা হয়। এসব মেসেজের মধ্যে অধিকাংশই কোনো কাজের নয়। কোম্পানিগুলো যাতে এসব মেসেজ না পাঠায়, তাই আপনি চাইলে সে ব্যবস্থা নিতে পারেন।
রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়
*7# ডায়াল করুন,
2 লিখে রিপ্লাই করুন।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, রবি সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।
গ্রামীনফোন সিমের অফার মেসেজ বন্ধের উপায়
গ্রামীনফোন সিমে *121*1101# ডায়াল করে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন।
পুনরায় প্রোমোশনাল মেসেজ চালু করতে *121*1102# ডায়াল করতে হবে।
বাংলালিংক সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়
বাংলালিংক সিমে প্রোমোশনাল মেসেজ বন্ধ করতে –
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OFF
এরপর মেসেজটি পাঠিয়ে দিন 6121 নাম্বারে।
উপরোক্ত মেসেজ পাঠাতে কোনো ফি প্রযোজ্য হবেনা।
এয়ারটেল সিমের প্রোমোশনাল SMS বন্ধের উপায়
আপনারা অনেকেই জানেন, এয়ারটেল এবং রবি কোম্পানি এখন একসাথে কাজ করছে।
সুতরাং, এয়ারটেল সিমে আসা প্রোমোশনাল মেসেজ উপরে উল্লিখিত রবি সিমের প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায়ে বন্ধ করা যাবে।
অর্থাৎ-
*7# ডায়াল করুন,
2 লিখে রিপ্লাই করুন।
একইভাবে *7# ডায়াল করে 1 লিখে রিপ্লাই করলে, এয়ারটেল সিমের সকল প্রোমোশনাল মেসেজ পুনরায় চালু করতে পারবেন।
সকল মোবাইলে অফার মেসেজ বন্ধ করার উপায় কী?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ