𝔽𝕒𝕔𝕖𝕓𝕠𝕠𝕜 নিয়ে কিছু কথাঃ
"আইডিতে শকুনের চোখ পড়েছে স্টিকার কমেন্ট করুন"
এই বাক্য লেখা পোষ্ট দেখেননি এমন কেউ নেই ফেসবুকে !
ফ্যাক্ট ১:
Facebook এর সব কিছু নির্দিষ্ট এলগরিদম মেনে চলে , আপনার আমার কল্পনা দিয়ে চলে না ।
আপনার আইডিতে ১০০ রিপোর্ট দিলেও কিছু হবে না যদি না আপনি সেই Fault এর ক্যাটাগরিতে না পরেন ।
ধরা যাক, আপনার কোনো বন্ধু আপনাকে রাগের বশবর্তী হয়ে আপনাকে চড় মেরেছে । আপনি সহ আপনার আরো ১০০ জন বন্ধু পুলিশে খবর দিয়ে বললেন আপনার বন্ধু আপনার একটি হাত কেটে নিয়েছে । পুলিশ তদন্ত করে দেখবে আপনার হাত হাতের জায়গাতে রয়েছে ।
সে ক্ষেত্রে আপনাকে যে চড় মারলো তার কোনো বিচার হবে না কারন আপনি সঠিক ক্যাটাগরিতে মামলা করেন নি । উলটো পুলিশ চাইলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ।
ফেসবুক একই ভাবে চলে। মাঝে মাঝে ভুল রিপোর্ট এর কারনে আপনার নিজের আইডি ডিজেবল হতে পারে ।
ফ্যাক্ট ২:
স্টিকার কমেন্ট করার কারন কি ?
অনেকের আইডির পোষ্ট এর রিচ + এনগেজমেন্ট কম হয় । এই রকম কোনো একজন জ্ঞানী আপনাদের সীমিত জ্ঞান বা কুসংস্কার কে কাজে লাগিয়ে আপনাকে আমাকে বলদ বানিয়ে তার আইডির পোষ্ট রিচ + এনগেজমেন্ট বাড়িয়ে নিতে শুরু করলো! আর এটা হয়ে গেলো ট্রেন্ড ।
আর আপনি আমি তো এমন পোষ্ট দেখলেই সাহায্যে কমেন্টে ঝাপিয়ে পড়ি আর এই পোষ্ট এ দুই চার বার রিয়েক্ট দিতে মন চায়!
স্টিকার কমেন্ট এর কারন কি?
স্টিকার কমেন্ট করার কারন হলো এটা করতে কিছু লিখতে হয় না , আর এমনিতে কমেন্ট এত কিছু কি লিখার আছে? তাই সে বুদ্ধি করে আপনাকে স্টোর থেকে হাজার হাজার স্টিকার দেখিয়ে দিয়েছে । যাতে আপনি বেশি কমেন্ট করতে পারেন ।
স্টিকার কমেন্ট বেশি করলে কি হতে পারে?
ফেসবুক আপনার আইডি উলটো টেমপোরারি ব্লক হতে পারে পোষ্টিং, কমেন্টিং বা রিয়েকশন থেকে । কারন আপনার রেগুলার পোষ্টিং এর এনগেজমেন্ট ফেসবুকে সংগ্রিহীত থাকে । হঠাত বেশি পরিমান কমেন্ট রিয়েকশন ফেসবুক এলগরিদম আনঅথেন্ঠিক একটিভিটি হিসেবে গন্য করে !
তো এখন থেকে "শকুনের চোখ নিয়ে " এইরকম পোষ্ট আরো করবেন?
আপনার যে বন্ধু এইরকম পোষ্ট করেছে আগে তাকে মেনশন দিয়ে পোষ্ট টা পড়ার সুযোগ দিন ।
তথ্যসূত্রঃ প্রযুক্তিডটনেট
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ