আর টাকা লাগবেনা আপনার ভোটার আইডি কার্ড বের করতে।
এখন থেকে আইডি কার্ড বের করতে অবশ্যই এই Apps Download করতে হবে ডাইনলোড করতে ক্লিক করুন।
যাদের NID কার্ড নেট থেকে বের করতে চান তারা শুধু এই নিয়মটা দেখুন
প্রথমেই বলে রাখি শেষ পর্যন্ত পড়ে নিবেন নয়ত বুঝতে পারবেন না।
যদি আপনার বয়স ১৮ বছরের কম হয় তাহলে প্রথমে আপনাকে যা করতে হবে⇛
আপনার মোবাইলে মেসেজ অফশনে গিয়ে টাইপ করুন NID স্পেস আপনার ফরম নং স্পেস আপনার জন্ম তারিখ। এরপর সেন্ট করুন 105 নাম্বারে।
যেমনঃ NID 504066 12-12-2002 সেন্ট 105
এখন আপনাকে তারা একটি ফিরতি এসএমএস দিবে সেখানে আপনার ভোটার আইডি কার্ডের নং থাকবে যেটা দিয়ে আপনি এখানে
ক্লিক করে রেজিষ্টাশেন করে আপনার আইডি কার্ড বের করুন।
নিচের ছবি অনুশরন করুন-
|
ছবিটা ভালো করে দেখুন বুঝতে পারবেন।
উপরের ছবিটার কাজ ধাপে ধাপে পুরোন করা শেষ হলে এবার সাবমিট ক্লিক দিন। এবার যে অফশন দেখতে পাচ্ছেন তা পুরোন করুন যেমনঃ আপনার বিভাগের নাম আপনার জেলার নাম আপনার উপজেলার নাম। এই ভাবে পুরোন করে আপনার পরবর্তি ধাপে চলে যান। এখন আপনার নাম্বারে কোড যাবে সেটা বসিয়ে দিলেই স্কেনার আসবে যেটা আপনার মোবাইল বা অন্য আরেকটা মোবাইল থেকে স্কেন করুন।
এটা করতে অবশ্যই এই Apps Download করতে হবে ডাইনলোড করতে ক্লিক করুন। অথবা আপনার মোবাইলের প্লেষ্টর থেকে নেমে নিতে পারেন NID Wallet এই এপ্স। এখন স্কেনার করা হলেই আপনার ফেসের দিকে ছবি উঠানোর মত করে ধরে থাকুন দেখবেন সঠিক ভাবে তারা আপনাকে সনাক্ত করতে পারলেই আপনার আইডি কার্ড দেখাবে। মনে রাখবেন এই কাজ করতে অবশ্যই ২টা মোবাইল লাগবে অথবা একটা পিসি কারন ছবি তোলার জন্য একটা মোবাইল লাগবেই,তাই দুইটা প্রয়োজন।
এই ভাবে আপনি আপনার আইডি কার্ড দেখতে বা ডাউনলোড করতে পারবেন।
যাদের ১৮ বছরের বেসি আছে বয়স তারা একই লিং থেকে বের করতে পারবেন শুধু মোবাইলে এসএমএস দিতে হবেনা।
অথবা এখানে ক্লিক করুন।
বুঝতে কষ্ট হলে আমাকে যানাতে পারেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান করার চেস্টা করবো।
⟰আজ এই পর্যনতই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ⟱
|
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ