দেশে যখন লকডাউন
সারা দেশে চলছে তখন-চেয়াম্যান ও মেম্বারের চাউল চুরির ধুম।
আর সেই সাথে গ্রামে দেখা গেল ভিন্ন ধরনের কিছু চিত্র
যা নিচে তুলে ধরার চেস্টা করলাম।
এই মহামারি করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব যেন থমকে গেছে, সারা বিশ্ব আজ লকডাউন। আর এই মহামারি ভাইরাসের কারনেই সারা বিশ্বের সাথে আমাদের বাংলাদেশও এখন লকডাউন।
কেউ কথাও-রাস্তা ঘাটে বা বাজারে বিশেষ প্রয়োজন ছাড়া বের হতে দেখলেই পুলিশ দিচ্ছে বাঁশ, সজা কথা পেদানি দিচ্ছে।
আর এই সুযোগে যুব সমাজের ছোট বড় সকল ছেলেরা করছে মাথা ন্যারা যা, রেকড পরিমান।
সব খানেই এই চিত্র দেখা যাচ্ছে। কারন একটাই কেউ কথাও বের হতে পারছেনা, যার কারনে এই সুযোগে অনেকেই ন্যারা হচ্ছে। যেহেতু বাসা বাড়িতেই থাকতে হচ্ছে তাই লজ্জার তোয়াক্কা না করেই সবাই ন্যারা হতে আগ্র দেখাচ্ছেন। সাথে
আমিও কিন্তু বাদ যাইনি হুম-- তবে ছবি শেয়ার করলাম না।
নিচের ছবিতে দেখতে পাচ্ছেন আমার গ্রামের কিছু চিত্র যা দেখার মত কিছু চিত্র।
বলা যায় এটা ভিন্ন ধরনের একটা আনন্দ। কিন্তু সাথে সারা বিশ্বের সকল মানুষের মনে আছে আতঙ্ক ও ভয় তা হলো করোনা ভাইরাস নিয়ে। আল্লাহ এই সারা বিশ্বের মহামারি ভাইরাস থেকে তুমি আমাদের সকলকে হেফাজত কর-আমিন।
|
ছবি ফেসবুক থেকে নেয়া। |
ফেসবুক থেকে নেওয়া ছবিটা আমাদের পাশের গ্রামে মকন্দপুড় ছেলেদের দেখতে পাচ্ছি।চমৎকার লাগছে বললেই চলে।
লেখার মধ্যো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভুল ধরে দেবার চেস্টা করবেন এতে লেখক পরবর্তী সংসদন করার সুযোগ পাবেত। সবাইকে আজকের মত ধন্যবাদ দিয়ে বিদায় যানাচ্ছি আল্লাহ হাফেজ। আবারো পরবর্তী কোন লেখা নিয়ে হাজির হব আপনাদের সামনে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা। আমাকে
𝓕𝓑 তে পেতে পেতে
ক্লিক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ