আসুন একটু মানবিক হই......
অনেকেই করোনার ভয়ে,খাবার না থাকায় নিজেদের জীবন বাঁচাতে যে কোন উপায়ে ঢাকা থেকে পালিয়ে নিজ নিজ গ্রামে আসতেছে।দয়া করে তাদের প্রতি নিষ্ঠুর হবেন না। তাকে গ্রাম থেকে বের করে বা তার পরিবারের উপর অযথা চাপ তৈরি করবেন না। তবে সে যেন ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকে সেটা নিশ্চিত করুন।
মানুষ বাঁচার জন্য শেষ পর্যন্ত নিজ বাড়ি বা গ্রামেই চলে যায়। এই মহামারিতে আমাদের মানবিক হতে হবে।
আমরা না বুঝেই কেন এমন করি? কেন তাদের তেরে দিচ্ছি? সেটা কি একবারো আমরা ভেবে দেখেছি?
হ্যা সেটাই আমাদের যানতে হবে যে কেন তারা ঢাকা থেকে পালিয়ে আসে? কেন তারা হাসপাতাল থেকে পালিয়ে আসে! সমস্যা একটাই তাদের খাবার নেই, তাদের ভালো সু চিকেৎসা নেই। এবার আপনি ভাবুন বাচার জন্য কেনা এমন দৌড়া দৌরি করবেনা তারা।
বাংলাদেশের সরকার মুখে এক কথা বলেন আর বাস্তবে তার উলটো করেন। এই মহামারি করোনা ভাইরাসের কারনে গরিব অসহায় মানুষের জন্য সরকার চাউল ত্রান দিলেও সেই ত্রান যাচ্ছে দলিও নেতাদের পেটে। যার কারনেই আজ মানুষ ঘড় থেকে বের হতে বাদ্ধ হচ্ছে। যদিও সারাদেশ লগডাউন কিন্তু কেউ মানছেনা এই লগডাউন, সমস্যা একটাই ঘড়ে খাবার নেই।
আমরা কেন রাস্তা ঘাট বন্ধ করছি?
এটা যেমন একদিক ভালো হচ্ছে আবার অন্যদিকে বিপদ ডেকে আনছেনাত? যেমন আপনার বাসার কেউ রাত ১২ টায় বা রাত ২ টায় কোন সমস্যা হলো ডাক্তার প্রয়োজন এখন কি করবেন আপনি?
তাই সবদিক দিয়েই বিবেচনা করে আমরা মানুষের সাথে মানবিক আচারান করবো।
আসুন আমি আপনি ভালো হলেই সবাই ভালো হবেন।
আল্লাহ সবার সরির সুস্থ রাখুন ভালো রাখুন, এই মহামারি বিপদ থেকে সবাইকে আল্লাহ রক্ষা করুন আমিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ