আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী দেশবাসীকে সালাম জানিয়েছেন
বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দুটো সাজানো বানোয়াট মিথ্যা মামলায় ৭ ডিসেম্বর ঢাকা আলীয়া মাদ্রাসা ময়দানে স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হয়।
বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে নয়টায় আদালতে নিয়ে আসা হয়।
প্রিজন ভ্যান থেকে হুইল চেয়ারে করে তাঁকে যখন আদালতে প্রবেশ করানো হয় তখন স্বভাব সুলভ কন্ঠে তিনি উচ্চস্বরে ‘আসসালামু আলাইকুম’ বলে সবাইকে সালাম জানান।
আল্লামা সাঈদী আইনজীবীদের সাথে সাক্ষাতকালে বলেন: ”কথিত মামলার বিষয় বস্তুর সাথে আমার কোন সম্পর্ক নেই। হয়রানির উদ্দেশ্যেই এ আদালতে আমাকে হাজির করা হয়েছে।”
তিনি বলেন, মহান রাব্বুল আ'লামীন কুরআন শরীফে ২৫ জন নবীর কাহিনী উল্লেখ করেছেন। আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন।
আমি দুর্বল মানুষ। আল্লাহ তায়া’লা যেন ঈমানের পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন দেশবাসীর কাছে সেই দোয়া চাই।
আল্লামা সাঈদী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাঁর বয়স ৮২ বছর। তিনি একা চলাফেরা করতে পারেন না। অপরের সহযোগিতা ছাড়া বসতে বা দাড়াতে পারেন না। তিনি মানসিকভাবে অনেক দৃঢ় আছেন। সকল কষ্টের বিনিময়ে তিনি যেন আদালতে আখেরাতে আল্লাহর নিকট পুরস্কার পান সে কামনা করেন। তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন ও দোয়া করতে বলেছেন।
ছবিটি টাইমলাইনে রেখে দিলাম। ইসলাম বিদ্বেষী কিছু গ্রুপ বা আইডি দেখলাম পোস্ট দিচ্ছে.. একজন রাজাকারকে পুলিশের এমন হাত নেড়ে বিদায় দেওয়া ঠীক হয়নি। আরে ব্যাটা তুই দেখস এটা হাত নাড়িয়ে বিদায় দেওয়া,আমি তো দেখছি তারা হৃদয় নাড়িয়ে বিদায় দিচ্ছে। হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুজদান করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ