السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,
ডিলিট না হওয়া ফাইল কি ভাবে ডিলিট করবেন তার সমাধান
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
✔পদ্ধতি-০১
ডিলিট না হওয়া ফাইল কি ভাবে ডিলিট করবেন তার সমাধানপ্রথমে আপনি আপনার কম্পিউটার এর কমান্ড প্রোমপ্ট ওপেন করুন,এটা আপনি আপনার কম্পিউটারে স্টার্ট মেনুতে পাবেন।
অথবা Scrch বক্স এ গিয়ে সার্চ দিন Command Prompt এবার এই অফশন পেলে মিনিমাইজ করে রাখুন।
এখন আপনি এটা মিনিমাইজ করে স্টার্ট মেনু্তে আবার চলে যান এবার রানে ক্লিক করুন অথবা Run লিখে সার্চ করুন।
Run লেখা দেখতে পেলে তাতে ক্লিক করুন। নয়ত Ctrl+R এক সাথে চাপুন।
এখন যে বক্স দেখতে পাচ্ছেন তাতে TASKMGER.EXE লিখুন এবার Task Manager চালু হবে।
এবার আপনি যে ফাইলটি ডিলিট করবেন সেই ড্রাইভটি বর্তমান ড্রাইভ থেকে অন্য ড্রাইব এ মুভ করুন। এবার আপনি Command Prompt এ ফিরে যান। সেখানে আপনি DEL লিখে একটি স্পেস দিন এবং যে ফাইল ডিলিট করতে চান তার একটা নাম দিন। এবার টাস্ক ম্যানেজারে ফিরে যান এবং explorer.exe লিখে এন্টার দিন GUI শেল বি স্টার্ট নিবে। এখন আপনার কাজ শেষ।
আশা করি আপনার কাজ সফল হয়েছে ইনশাআল্লাহ, কোন সমস্যা থাকার কারনে হয়ত সবার নাও হতে পারে সে জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
প্রথম নিয়মে কাজ না হলে ২য় নিয়মে ট্রাই করুন আশা করি হবে ইনশাআল্লাহ-
✔পদ্ধতি-০২
এবার আপনার কম্পিউটারে নোট প্যাডে যান এরপর ফাইল মেনু থেকে সেভ এস এ যান এরপর আপনি যেই ফাইল ডিলিট করতে চান সেই ফাইল সিলেক্ট করতে হবে।
যদি সেই ফাইল যেই ড্রাইভে আছে এখান থেকে যদি না পান তাহলে আপনি নাম লেখার জায়গার নিচে আরেকটি ট্যাব পাবেন সেখানে অল ফাইল সিলেক্ট করুন।
এবার সেই ফাইলটি আসবে সেটাতে ক্লিক করে সেভ দিন। আশা করি এবার নতুন একটা নোটিশ পাবেন। ওভার রাইট এর আপনি এটি ইয়েস দিন ব্যাস এবার আপনি আপনার সেই ফাইল এর ড্রাইভে গিয়ে দেখবেন ফাইল এর ফরমেট বদলে গেছে এখন নিশিন্তে ডিলিট করুন।
আশা করি এই প্রেসক্রিপশন আপনার কাজে লাগবে ধন্যবাদ।
এত কষ্ট করে আপনাদের উপকারের জন্য লেখি অথচ একটাবার কেউ কমেন্ট করে ধন্যবাদ দিতে চাননা এটাকি আসলি ঠিক করেন বলেন?
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ