السلام عليكم -পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি,,,,,,,
পেনড্রাইভ আনবুট করার উপায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পেনড্রাইভ আনবুট করার উপায়
কিছু কিছু সময় বা প্রয়োজনে পেনড্রাইভকে বুটেবল করা হয়। কিন্তু কাজ শেষে পেনড্রাইভকে আবার স্বাভাবিক অবস্থায় আনার প্রয়োজন পড়ে।
এই কাজ কিভাবে করা যায় চলুন তার বিস্তারিত জেনে নেয়া যাক। বুটেবল পেনড্রাইভ স্বাভাবিক করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। উইন্ডোজ কমান্ড প্রোমোটকে কাজে লাগিয়ে সহজেই এটি সেরে নেয়া যায়।
ধাপসমূহঃ
পেনড্রাইভটিকে প্রথমে পিসিতে সংযোগ করে নিতে হবে। এরপর কম্পিটারের মেনু থেকে ‘Command Prompt’ খুঁজে সেটির উপর ক্লিক করে ‘Run as Administrator’ নির্বাচন করে চালু করতে হবে। “Command Prompt’ সরাসরি খুঁজে না পেলে সার্চ অপশনে গিয়ে ‘cmd’ লিখে সার্চ করলে পাওয়া যাবে।
এরপর একটি কালো উইন্ডো আসবে সেখানে নিচের কমান্ডগুলো ধাপে ধাপে অনুসরণ করে Enter বাটন চাপতে হবে।
- diskpart
- list disk (এই কমান্ড দেয়ার পর কম্পিউটারের থাকা বিভিন্ন ধরনের স্টোরেজ এর একটি তালিকা প্রদর্শিত হবে এবং প্রতিটির পাশে ০,১,২… নম্বর থাকবে। কাঙ্ক্ষিত পেনড্রাইভের নম্বরটি জেনে নিতে হবে)
- select disk X (X এর স্থানে আগের ধাপে পাওয়া নম্বরটি সংখ্যায় বসাতে হবে)
- clean
- create partition primary
- active
- format fs=ntfs quick (পেনড্রাইভ পুরোনো প্রযুক্তির হলে ntfs এর স্থলে fat32 লিখতে হবে)
- assign
- exit
- exit
সব কমান্ড সঠিকভাবে দেয়া হলে পেনড্রাইভের ভিতরে থাকা সকল তথ্য মুছে যাবে এবং আবার স্বাভবিক কাজে ব্যবহার করা যাবে।
আশা করি বুঝতে পেরেছেন যদি কোন সমস্যা হয় আমাকে কমেন্ট অথবা ই-মেইলে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে।
আজকের মত টাটা