ক্রোমের গতি বাড়ানোর উপায় ও ক্ষতিকারক ভাইরাস বের করুন
গুগল ক্রোম ব্রাউজারে ক্লোজ করা ট্যাব ওপেন করতে অনেক সময় লাগে।
দ্রুত গতিতে ট্যাব ওপেন করতে চাইলে খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই হবে।
⇰প্রথমে ক্রোম বাউজার ওপেন করে chrome://settings/onStartup টাইপ করে এন্টার বাটন প্রেস করতে হবে।
সেখানে ‘Open the New Tab page’, ‘Continue where you left off’ ও ‘Open a specific page or set of pages’ নামের তিনটি অপশন দেখা যাবে। এর মধ্যে ‘Continue where you left off’ এ ক্লিক করতে হবে।
〄এরপর ক্লোজ করে ট্যাবগুলো রিওপেন করতে হবে।
কয়েক ডজন ট্যাব ওপেন করলে ক্রোম ব্রাউজারের কারণে কম্পিউটারের গতি অনেক কমে যায়।
গতি যাতে না কমে তা নিশ্চিত করতে ওয়ানট্যাব, সেশন বাডি ও গ্রেট সাসপেন্ডার এক্সটেনশন তিনটি ব্যবহার করা যাবে। এক্সটেনশনগুলোর মাধ্যমে গুগল ক্রোমের মেমোরি খরচ বাঁচানো যাবে। তাই ট্যাবও ওপেন হবে দ্রুত।
এক্সটেনশন ব্যবহার না করতে চাইলে বেশি ব্যবহৃত ট্যাবগুলো বুক মার্ক করে রাখা যেতে পারে।
এছাড়াও, ম্যালওয়্যার থেকে বাঁচতে ক্রোম ব্রাউজারের বিল্ট ইন স্ক্যানার দিয়ে সিস্টেম স্ক্যান করতে পারেন।
⚡ ব্রাউজারের ডান কোনায় থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে ‘Settings’ থেকে ‘Advanced’ অপশনে ক্লিক করতে হবে।
স্ক্রল করে ‘Reset and clean up’ সেকশনে যেতে হবে। এরপর ‘Clean up computer’ থেকে ‘Find’ অপশনে ক্লিক করলেই কম্পিউটারে ঘাপটি মেরে থাকা ক্ষতিকর সফটওয়্যার খুঁজে বের করবে ক্রোম।
যে কোন বিষয়ে আমার সাথে যোগা যোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ