দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তিন বছর কারাভোগের পর সোমবার উচ্চ আদালতের নির্দেশে মুক্ত হয়েছেন নিরপরাধ পাটকল শ্রমিক জাহালম। সোমবার রাত ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভের পর স্বজনদের সঙ্গে টাঙ্গাইলের নিজ বাড়িতে ছুটে যান তিনি।
এ সময় তার মা মনোয়ারা বেগম জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তোলেন।
|
দুধ দিয়ে গোসল করিয়ে জাহালমকে ঘরে তুললেন মা |
জাহালম কারামুক্তির পর বড় ভাই শাহানুর মিয়ার সঙ্গে ভোর ৪টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছান। ছেলে আসার খবর শুনে কাক ডাকা ভোরে খানিক আঁধারের মধ্যেই তার মা মোবাইলের আলো নিয়ে এগিয়ে আসেন।
মা তার ছেলের কপালে চুমু দিয়ে আক্ষেপ করে বলেন, ‘আমি তো কারো মাথায় বাড়ি (আঘাত) দেইনি যে, আমার এত বড় সর্বনাশ হলো।’ এ সময় পাশেই আহাজারি করছিলেন জাহালমের ভাই-বোন ও স্বজনরা। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ঘটনায় দুদকের করা ৩৩টি মামলায় আটক করা হয় নরসিংদীর পাটকল শ্রমিক জাহালমকে। এরপর তিন বছর কারাভোগ করেন নিরপরাধ এই মানুষটি। এ নিয়ে একটি জাতীয় দৈনিক ‘৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে: ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শিরোনাম একটি খবর প্রকাশ করে। এটি হাইকোর্টের দৃষ্টিগোচর হলে রোববার ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে তাকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ