- ভারতের দাবি, যাদব গুপ্তচর নন
- আইসিজেতে নয়াদিল্লি যাদবকে দেওয়া দণ্ড বাতিলের আবেদন
- বিরোধ মেটাতে আইসিজে গঠন করা হয়
‘গুপ্তচর’ ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান আইনি লড়াই। এই আইনি লড়াই এমন একসময় শুরু হচ্ছে, যখন কাশ্মীরে ভারতের আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলার ঘটনায় দুই বৈরী প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চলছে।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তানে ২০১৬ সালের মার্চে গ্রেপ্তার হন ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ সুধির যাদব। ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত তাঁকে ‘গুপ্তচরবৃত্তি, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের’ অভিযোগে মৃত্যুদণ্ড দেন।
তবে ভারতের দাবি, যাদব গুপ্তচর নন। তাঁকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে নয়াদিল্লি যাদবকে দেওয়া দণ্ড বাতিলের আবেদন জানিয়েছে। ভারতের অভিযোগ, ইসলামাবাদ ভিয়েনা সনদ তো লঙ্ঘন করেছেই, একই সঙ্গে মানবাধিকারও লঙ্ঘন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিরোধ মেটাতে আইসিজে গঠন করা হয়।
যাদবকে পাকিস্তানের সামরিক আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর আইসিজের দ্বারস্থ হয় নয়াদিল্লি। আবেদনের পরপরই এই আদালত যাদবের দণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দেন। তবে মামলার শুনানি অপেক্ষমাণ রাখেন। অবশেষে কাল সোমবার থেকে শুরু হচ্ছে শুনানি। প্রথম দিনে নয়াদিল্লির আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এর পরদিন, মঙ্গলবার ইসলামাবাদের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। তবে এ মামলায় আইসিজে আরও কয়েক মাস পর সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
কাশ্মীরে আত্মঘাতী হামলায় আধা সামরিক বাহিনীর ৪৪ জন সদস্য নিহত হওয়ার ঘটনার পরপরই আইসিজেতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হওয়ার বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ কাজ করছে। তাঁদের আশঙ্কা, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনা এতে আরও বাড়বে।
গত বৃহস্পতিবার কাশ্মীরে ওই হামলা হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এর জন্য পাকিস্তানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
মোদির মন্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হেড অব মিশনকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ