এই অ্যাপ থেকে আবাসিক বিদ্যুৎ মিটারের বিল বা বিলের পরিমাণ নির্দিষ্টসময় মত জানা যাবে। এখন আর দরজা খুলে সিড়ির কোণায় গিয়ে মিটারের বক্স খুলে এত্তগুলো তার ও তারের কুন্ডলীর মাঝে গিয়ে ঝুকি হাতে নিয়ে মিটারের রিডিং দেখার দরকার নেই। এসব কাজ এই অ্যাপই আপনাকে স্বাভাবিকভাবে ও সহজেই করে দিবে। এমনকি পূর্বের বিলের হিসাব সংরক্ষণ, মাসিক সম্ভাব্য ব্যয় সহ আরো কিছু সুবিধা এই অ্যাপ নিজেই করে দিচ্ছে।
আসুন একটু দেখে নেই এই অ্যাপের কার্যাবলী।
● এই অ্যাপ এ প্রবেশ করতে কিংবা অ্যাপের ফিচারসমূহের সুবিধা পেতে হলে শুধুমাত্র একবার নিবন্ধন করে নিতে হবে।
● নিবন্ধিত ইউজারের নিবন্ধনের জন্য একটি সচল ফোন নম্বর থাকতে হবে। সেই ফোন নম্বর ভেরিফাই করার পর তার নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধনের সময় ৬ থেকে ১৫ অক্ষরের মধ্যে একটি পাসওয়ার্ড নির্বাচিত করে নিতে হবে। এই ফোন নম্বর এবং পাসওয়ার্ডই তার পরিচয় বহন করবে।
● একজন ব্যবহারকারী একসাথে সর্বোচ্চ একটিমাত্র ডিভাইসেই লগিন করে থাকতে পারবেন। নতুন কোন ডিভাইসে লগিন করলে সাথে সাথেই আগের ডিভাইস লগ আউট হয়ে যাবে। প্রতিটি নতুন লগিনের সাথে সাথেই ইউজারকে তার লগিনের তথ্য নোটিফাই করে জানিয়ে দেয়া হবে।
● কোন ইউজার একবার রেজিস্টার বা লগিন করলে বারবার লগিন করার ঝামেলায় পড়তে হবে না। লগ আউট করা কিংবা অন্য ডিভাইস থেকে লগিন করার আগ পর্যন্ত আর তার বারবার লগিন করার প্রয়োজন নেই।
● নিবন্ধিত ইউজারের পাসওয়ার্ড ভুলে গেলেও কোন সমস্যা নেই। পাসওয়ার্ড পূনরুদ্ধারের অপশন অবশ্যই রয়েছে।
● প্রিমিয়াম ইউজার না হলে মিটার দেখতে গেলে কিছু পয়েন্ট কাটতে পারে। তবে পয়েন্ট অর্জন ফিচারে গিয়ে সহজেই বিণামূল্যে পয়েন্ট পেতে পারবেন।
● এই অ্যাপের জন্য কোন ফী নেই। সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা যাবে এই অ্যাপটি।
● অ্যাপের সকল অংশ বাংলায় করা হয়েছে। তবে কিছু সাংখ্যিক সংখ্যা ইংরেজীতে রয়েছে।
যখন যে অংশে জিজ্ঞাসা থাকবে, তখন সেই অংশটিই সেখানে বিস্তারিতভাবে বলে দেয়া আছে।
এছাড়া যোগাযোগ/মন্তব্য সেকশন তো রয়েছেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ